দুই নরপুঙ্গবের মিলন
-------------------------- --
পৃথিবীতে একজন মানুষেরই ক্ষমতা ছিল অ্যাডল্ফ হিটলারের সামনে দাঁড়িয়ে তাঁর মুখের ওপর বলতে পারার যে তিনি ভারতীয় সভ্যতা সম্বন্ধে যা লিখেছেন তাঁর বই 'মাইন কাম্ফে', তা ভ্রান্ত এবং সংশোধনের অপেক্ষা রাখে । বার্লিনে বসে হিটলারের সোভিয়েত রাশিয়া আক্রমণের সমালোচনা করার ক্ষমতাও ওই একটি মানুষেরই ছিল ।
যাঁরা ইদানিং বলছেন যে হিটলারের কাছে সুভাষচন্দ্র বসু ছিলেন একজন সামান্য ভারতীয় নেতা, তাঁদের ইতিহাস-সচেতন হতে অনুরোধ করছি ।
প্রবলপরাক্রম নাৎসি নেতা এই বীরবিপ্লবীকে বিলক্ষণ বুঝেছিলেন কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতির জটিলতাহেতু ভারতের মুক্তিকল্পে সাহায্য করতে বিলম্ব করেন । নাৎসি জার্মানিতে দাঁড়িয়ে সুভাষচন্দ্র বসু যেভাবে স্বদেশের সম্মান রক্ষা করতে প্রয়াস পেয়েছিলেন, হিটলার তা অবশ্যই লক্ষ্য করেছিলেন ও বীরকে বীরোচিত সম্মানই প্রদর্শন করছিলেন । নচেৎ, ওই সকল মন্তব্যের পর সুভাষচন্দ্রের জার্মানিতে সসম্মানে স্বাধীন থাকা সম্ভব ছিল না ।
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
--------------------------
পৃথিবীতে একজন মানুষেরই ক্ষমতা ছিল অ্যাডল্ফ হিটলারের সামনে দাঁড়িয়ে তাঁর মুখের ওপর বলতে পারার যে তিনি ভারতীয় সভ্যতা সম্বন্ধে যা লিখেছেন তাঁর বই 'মাইন কাম্ফে', তা ভ্রান্ত এবং সংশোধনের অপেক্ষা রাখে । বার্লিনে বসে হিটলারের সোভিয়েত রাশিয়া আক্রমণের সমালোচনা করার ক্ষমতাও ওই একটি মানুষেরই ছিল ।
যাঁরা ইদানিং বলছেন যে হিটলারের কাছে সুভাষচন্দ্র বসু ছিলেন একজন সামান্য ভারতীয় নেতা, তাঁদের ইতিহাস-সচেতন হতে অনুরোধ করছি ।
প্রবলপরাক্রম নাৎসি নেতা এই বীরবিপ্লবীকে বিলক্ষণ বুঝেছিলেন কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতির জটিলতাহেতু ভারতের মুক্তিকল্পে সাহায্য করতে বিলম্ব করেন । নাৎসি জার্মানিতে দাঁড়িয়ে সুভাষচন্দ্র বসু যেভাবে স্বদেশের সম্মান রক্ষা করতে প্রয়াস পেয়েছিলেন, হিটলার তা অবশ্যই লক্ষ্য করেছিলেন ও বীরকে বীরোচিত সম্মানই প্রদর্শন করছিলেন । নচেৎ, ওই সকল মন্তব্যের পর সুভাষচন্দ্রের জার্মানিতে সসম্মানে স্বাধীন থাকা সম্ভব ছিল না ।
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment