Saturday 1 February 2020

আসুন, কিছু আত্মসংশোধন করি

আসুন, কিছু আত্মসংশোধন করি
-------------------------------------------

নেতাজীর অনুগামীদের পরমত সহিষ্ণু হতে হবে | নেতাজী নিজে অত্যন্ত সুরুচিসম্পন্ন এক মহান ব্যক্তিত্ব ছিলেন, প্রগাঢ় পণ্ডিত ও সংযতবাক | তাঁর অনুগামীরা তাঁকেই তো অনুসরণ করবেন, তাঁর মতাদর্শ পালন করবেন ও তিনি যে পথের দিশারী, সেই পথেই স্বীয় সকিয়তা রক্ষা করে অগ্রসর হবেন | তাই নেতাজীর রচনা ও নেতাজী বিষয়ক গ্রন্থ পাঠ করা একান্ত আবশ্যক | এতে বুদ্ধি বিকশিত হবে, জ্ঞান বৃদ্ধি পাবে ও বিপক্ষের প্রতি অন্ধ আক্রোশ প্রশমিত হয়ে স্থিতবুদ্ধিতে ইতিহাস আলোচনার ক্ষমতা জন্মাবে |

আসুন, নেতাজী-অনুধ্যানে মনোনিবেশ করি, অপরের প্রতি অপশব্দ প্রয়োগ বন্ধ করি ও ভারতের স্বাধীনতা সংগ্রামের যথার্থ ইতিহাস উদ্ধারকল্পে যত্নবান হই |

জয় হিন্দ !

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment