Tuesday 18 February 2020

আজ নৌবিদ্রোহের পঁচাত্তরতম দিবস ও চুয়াত্তরতম বার্ষিকী

আজ নৌবিদ্রোহের পঁচাত্তরতম দিবস ও চুয়াত্তরতম বার্ষিকী
-----------------------------------------------------------------
আজ নৌবিদ্রোহের পঁচাত্তরতম দিবস ও চুয়াত্তরতম বার্ষিকী । শ্রদ্ধাজ্ঞাপন করি বীরবিদ্রহীদের প্রতি । লাল কেল্লায় আজাদ হিন্দ ফৌজের সর্বোচ্চ পদাধিকারী তিন সেনানায়কের বিচারের প্রতিক্রিয়াস্বরূপ দেশ জুড়ে গণবিক্ষোভ ও এই নৌসেনার বিদ্রোহ যা স্থলসেনা ও বায়ুসেনা বিভাগেও ছড়িয়ে পড়ে, এই সম্মিলিত চাপই বৃটিশ সরকারকে বাধ্য করে এদেশ ছেড়ে চলে যেতে ।
(18 Feb, 1946 - 18 Feb, 2020)

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment