Saturday, 29 September 2018

আপনারও কি ধর্মসঙ্কট ? তবে শুনুন সংলাপ |


আপনারও কি ধর্মসঙ্কট ? তবে শুনুন সংলাপ |
-----------------------------------------------------------

স্বামিজী : দ্বাদশ বর্ষ অখণ্ড ব্রহ্মচর্য পালনের দ্বারা মস্তিষ্কে মেধানাড়ীর জন্ম হয় | ওই নাড়ীর সহায়ে অতিসূক্ষ্ম তত্ত্ব উপলব্ধি হয় |

আধুনিক ভণ্ড গুরু : ব্রহ্মচর্য চেষ্টা করে হয়না, হওয়া কাম্যও নয় | স্বতঃস্ফুর্তভাবে হলে হবে, নইলে নাই বা হল | ব্রহ্ম তো তুমি আছোই | আলাদা করে আবার ব্রহ্মচর্যপালন করার কোনো প্রয়োজন আছে কি ?

স্বামিজী : দেখ বাবা, কামকাঞ্চণ ত্যাগ না করলে কি হয় ?

আধুনিক ভণ্ড গুরু : ত্যাগ কেন করবে ? সে তো প্রকৃতিকে ল্ঙ্ঘন করার সামিল | কিচ্ছু ত্যাগ করতে হবে না | স্বাভাবিক ভোগ চালিয়ে যাও | শুধু জানো, বোঝো যে তুমি সেই মুক্ত পুরুষ | তোমার আবার সাধন কি ? আর কেই বা সাধন করে ও কারই বা সাধন করে ? তুমি তো নিত্যমুক্ত |

স্বামিজী : জানবি, ত্যাগই মূলমন্ত্র | त्यागनैके अमृतत्व मानसु | ত্যাগ ব্যতীত অমৃতত্ব লাভ হয় না | আর জনবি বাবা, brahmacharya is the key and cornerstone of religion and it is the key and cornerstone of education as well --- এই ব্রহ্মচর্যই ধর্ম ও শিক্ষার প্রাণস্বরূপ |

সুগত বোস : এই হল আজকের অবস্থা | আধ্যাত্মিক জগৎ দুর্বৃত্ত দ্বারা পরিবৃত, পামর ও পাষণ্ডে পরিপ্লুত | ধর্মগ্লানী উপস্থিত | এ অবস্থায় কাকে অনুসরণ করবেন ঠিক করলেন --- স্থিতপ্রজ্ঞ স্বামিজীকে নাকি এই আধুনিক ভণ্ড গুরুর দলকে ?

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment