Sunday, 23 September 2018

বাংলা লেখা ... ৪


1. অনুপ্রেরণা সঞ্জাত হয় অধ্যাত্মপুরুষদের সন্নিধানে | তাই সাধুসঙ্গ সর্বদা শ্রেয়কর্মের মধ্যে পরিগণিত |

2. রহস্য করে লোকে ?
    রহস্য আছে়, জানো কি ভাই,
    তোমার ও দুই চোখে ?

3. সবই তো ঈশ্বরলীলা কিন্তু কোন দিকে খেলছেন, বিদ্যাশক্তির দিকে না অবিদ্যাশক্তির দিকে ?

4. সবাই সেই অনন্তকেই খুঁজছেন কিন্তু যে যার মস্তিষ্কে সঞ্চিত তথ্যানুসারে |

5. দেশ স্বাধীন হল কত বিপ্লবীর স্বার্থত্যাগের দ্বারা কিন্ত আজও মানুষের দাসত্ব ঘুঁচল না | তমোভাব না কাটলে কি স্বাধীনতা আসে ?

6. শরীর ? শরীর তো আমি নই | এ শরীরের মধ্য দিয়ে আমি প্রকাশিত |

7. ঠাকুর : টাকা মাটি, মাটি টাকা |
   আধুনিক ভণ্ড গুরু : টাকা খাঁটি, খাঁটি টাকা |

8. যতক্ষণ শরীরবোধ, ততক্ষণ ভয় |

9. কি হবে আর লিখে ? কেউ তো পড়ে না | শুধু শুধু পণ্ডশ্রম !

10. হা স্বামীজি ! হা স্বামীজি ! হা স্বামীজি ! কেউ কি নেই তোমার যথার্থ চেলা যে সাহস করে সত্যটি বলতে পারে ?

11. ' রামকৃষ্ণ ' নামে আস্থা রাখুন, জীবন তরে যাবে | এ নাম সুধা নিরবধি, জপলে মুক্তি অবসম্ভাবী | ঠাকুরের কৃপার তুলনা নাই |

12. অর্থনৈতিক শোষণের এই সমাজে উপায় এক মিতব্যয়িতা |

13. যে হাতে নিজের মুখে অন্ন তুলি, সেই হাতেই তো অপরের মুখে অন্ন তুলে ধরা যায়, যায় না কি ?

14. চারিদিকে এতো কষ্ট, তবুও ধর্ম কি তা নির্ধারণ করতে পারছেন না ? এই দুঃখ দূরীকরণই ধর্ম |

15. ঠাকুর প্রথমে অহঙ্কারটি নামিয়ে নেন, তারপর ভক্তি প্রদান করেন |

16. ঠাকুর ভিন্ন সবই মিথ্যা, তাই ঠাকুরকে নিয়ে বাঁচাই ভালো | তখন বোঝা যাবে কোনটা ঠিক, কোনটা ভুল |

17. অপ্রকাশিত ঈশ্বর হল শয়তান ; স্বপ্রকাশিত শয়তনই ঈশ্বর | এই প্রকাশ ব্রহ্মসত্তার |

18. কালক্ষেপণে মায়া কাটে ভোগ সাঙ্গ হলে | এর অন্যথা একমাত্র অবতারকৃপায় হয়, মুহূর্তে মুক্তি |

19. দেবীপক্ষের এই কয়েকটি দিন 'শ্রীশ্রীমায়ের পদপ্রান্তে ১-৪' পড়ুন |

20. বিনম্রতা মহাশক্তি |
Humility is a great strength.

21. স্বামী বলভদ্রানন্দজীর বক্তৃতা শুনুন | উনি যথার্থ সাধু, অমায়িক, বিনম্র, মধুরভাষী |

22. গুরুকৃপায় মন নির্বাসনা হয়, তখন মুক্তি |

23. এই ভ্রমাত্মক দৃষ্টিতে ব্রহ্মবস্তু প্রপঞ্চময় জগৎরূপে প্রতীত হচ্ছে | ইষ্টচিন্তনের দ্বারা এই ভ্রম দূর হয় |

24. কথামৃত পাঠ করলে চিত্তশুদ্ধ হয়, এটি পরীক্ষিত সত্য | নিত্য নিয়মিত পাঠ করুন |

25. প্রকৃত গুরুভক্তির দ্বারাই ঈশ্বরের নৈকট্য অনুভব করা যায় |

26. গুরু একটি আকৃতি নন, গুরু একটি আদর্শ, এক মহাতত্ত্ব, আধ্যাত্মিক অবস্থা, দিশা, লক্ষ্য, পরিণাম |

27. নিরন্তর নাম করতে থাকুন | রাজা মহারাজ যেমন বলতেন, "নামের চাকা ঘুরতে থাকুক |"

28. শরীর ক্ষয় করে করে প্রতিটি দিন বাঁচা | ভগবানকে ভালবাসলে এই ক্ষয়ের হাত থেকে কিয়ৎ নিস্তার |

29. চৌর্য্যবৃত্তির অর্থ মা লক্ষ্মীর কৃপায় হয় না | তা হয় অবিদ্যাশক্তির ঘোরতর চক্রান্তে |

30. নিরন্তর জপ করতে হয় | গুরুপ্রদত্ত ইষ্টমন্ত্র জপ না করা মহাপরাধ | এতে আত্মকল্যাণ ব্যাহত হয় |

31. শেষের আমিটুকু কিভাবে যাবে ?

32. আমাদের দেশকে সর্বতভাবে সুন্দর করা উচিত, বিশেষ করে শ্মশাণঘাট | সৎকার সুন্দর হউক !

33. ব্যবসায়ীরা দেশের সম্পদ এভাবে লুন্ঠন করবেন না | দেশের অগণিত জনতার এহেন সর্বনাশ করবেন না |

34. আজ ২১শে অক্টোবর | আর্জি হুকুমত-এ-আজাদ হিন্দ সরকার গঠনের আজ ৭৫ তম বার্ষিক জয়ন্তী | জয় হিন্দ !

35. অবিভক্ত ভারতের গৌরব আজাদ হিন্দ সরকার নেতাজী যার প্রধানমন্ত্রী, রক্ষামন্ত্রী ও বিদেশমন্ত্রী | আজ তার ৭৫তম বার্ষিকী |

36. লালকেল্লায় আজ জাতীয় পতাকা উত্তোলন | প্রধানমন্ত্রী আজাদ হিন্দ সংগ্রহশালার শিলান্যাস করবেন |

37. ২১শে অক্টোবরের শুভলগ্নে প্রাতঃস্মরণীয়পুরুষদ্বয় রাসবিহারী বোস ও নেতাজী সুভাসচন্দ্র বোসের চরণে প্রণাম |

38. নেতাজীর এই পুনরোত্থানের মধ্যেই ভারতের কল্যাণ নিহিত | আজ ২১শে অক্টোবরের মহা পুণ্যদিবস | আজাদ হিন্দ জিন্দাবাদ !

39. আজ সাইগন নিবাসী ব্যবসায়ী ও স্বদেশপ্রেমিক লিয়ন প্রোচ্যান্ডির অনন্যসাধারণ আত্মত্যাগের কথা বিশেষভাবে মনে পড়ছে |

40. স্বামীজির সম্বন্ধে কুমন্তব্য করার আগে বছর বিশেক স্বামিজীর অনুধ্যান করা আবশ্যক | সাথে চাই ব্রহ্মচর্য |

41. একজন বিদেশিনী ভারতবর্ষকে সর্বান্তঃকরণে গ্রহণ করতে পারলেন আর আমরা ভারত সন্তান সন্ততি পারব না ?

42. জাতির মেরুদণ্ড জনগণেশ | এই জনসাধারণের সেবাই ধর্ম |

43. আজ বন্ধু আমার বিনয়বাণে বদ্ধ |

44. কুসংস্কার যতক্ষণ, আধ্যাত্মিকতা সুদূরপরাহত |

45. সব অনিত্য, সব অনিত্য, সব অনিত্য, কিছই থাকবে না | রয়ে যাবেন শুধু সেই অন্তিম বান্ধব, প্রেমস্বরূপ প্রভু স্বয়ং |

46. শুভ লক্ষ্মীপূজা ! মা দরিদ্রের দুঃখ দূর করুন, ধনবানকে সুমতি দিন ও সকলকে শ্রীযুক্ত করুন |

47. টাকা মাটি, মাটি টাকা, .... হৃদয়ে থেকো মা | ... ঠাকুর

48. হরিপাদ রামকৃষ্ণ মঠের জন্য আসুন সকলে মিলে কিছু করি | এটি তো ঠাকুরের কাজই হবে |

49. ঠাকুরের মিশনের কোনো কাজই আমরা অর্থাভাবে অসম্পন্ন থাকতে দেবো না, এইটি হোক আমাদের ব্রত |

50. সাধনা অহংকারলোপের, ঈশ্বরলাভের নয় | আমিত্ববুদ্ধি গেলেই মুক্তি | তাই সাধনা আমিত্বনাশের |

51. মায়েরা সব মায়া ধারণ করে আছেন | সেই মায়ার ব্যবহারের ওপর ধর্মরক্ষা | নচেৎ, বিনাশ |

52. পরমহংসের লোকব্যবহারে অবাধ স্বাধীনতা | মুক্তপুরুষ তিনি, তাই কোনো বাধাবন্ধ নেই তাঁর | যত্রতত্র গমন, যথা ইচ্ছা ভক্ষণ, সমাজের ঊর্দ্ধে থেকে করেন তিনি সমাজকে নিয়ামিত, সুপরিচালিত, ইষ্টপথে প্রবুদ্ধ |

53. একমাত্র সিদ্ধপুরুষের কথায় কাজ হয় |

54. গৃহমন্দিরের মধ্যে কি জুতো পরে হাঁটতে হয় ?

55. ডাক্তার হবি, ডাকাত হবি না |

No comments:

Post a Comment