Monday, 24 September 2018

রজোগুণের দৌড় কতদূর ? ... ১


রজোগুণের দৌড় কতদূর ? ... ১

রজোগুণ এলে দেশের দারিদ্র ঘুঁচবে, অগণিত জনতা সুখে স্বাচ্ছন্দে থাকবে | এর জন্য চাই বৈজ্ঞানিক বিকাশ | 

এখন ধনতন্ত্রের যুগ | গনতন্ত্র তার সহায় | জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রয়োজনের ভার বাড়ছে | বিপুল মানবকুলের বাঁচার জন্য যাবতীয় সামগ্রী উৎপাদন করছে কলকারখানা, অর্থাৎ, ধনতন্ত্রের রথ এগিয়ে চলেছে বিজয়গৌরবে |

ধনতন্ত্রের এই জয়ের আর একটি দিক আছে | তার নাম শোষণ | পুঁজিপতির ঘরে লাভের অধিকাংশই যায় আর শ্রমিকের ভাগ্যে থাকে হাড়ভাঙা খাটুনির বিনিময়ে সামান্য পারিশ্রমিক যাতে তার জীবননির্বাহ হয় দুস্কর | ঐশ্বর্য্য জড় হতে থাকে পুঁজিপতির ঘরে আর দুঃসহ দারিদ্র হয় শ্রমিকের গৃহের ভূষণ | শুরু হয় শ্রেণীসংঘাত |

ধনি ও দরিদ্র, পুঁজিপতি ও শ্রমিক --- এই দুই শ্রেণীতে বিভাজিত হয় সমাজ | হেগেলীয় দ্বন্দের প্রাথমিক অভিপ্রকাশ হয় যার তুঙ্গাবস্হায় মার্ক্সীয় বিপ্লব ঘটে ও দন্দ্বের দ্বিতীয় অবস্থায় উপণীত হয় সমাজে | এই রকমই হওয়ার কথা কিন্তু প্রায়ই দেখা যায় যে বিপ্লব নানা কারণে ঘটে ওঠে না | এর আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক, উভয় কারণই থেকে থাকে |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment