ঈশ্বরোপলব্ধি দেহতত্ত্বের বিষয়, ধর্মমতের নয় | এটি বিজ্ঞানবিষয়ক সিদ্ধান্ত যা হিন্দুরা যুগ যুগ আগে বুৃঝেছিলেন | এরই মধ্যে নিহিত ভবিষ্যতের সর্বমত সমন্বয় | তাই স্বামিজী বারংবার জোড় দিয়েছেন বিজ্ঞান ও বেদ, এই উভয়সাধনার ওপর | এই দুই চিন্তাধারার অগ্রগতির ওপর রচিত হবে ভবিষ্যতের সভ্যতার সৌধ | মিলনের সেই ইমারত বিজ্ঞান ও ধর্মমতের, দর্শন ও কাব্যের, বিশ্বাস ও উপলব্ধির ভিত্তিতে গড়ে উঠবে | সকল মতের শ্রেষ্ঠতম উপাদানগুলির সহাবস্থানে সুন্দর হবে মানবকুলের এই ভাবী সম্ভাবনা যার ভিত্তি হবে বৈদান্তিক একত্বানুভূতি, ঊর্দ্ধনির্মান বিজ্ঞানকেন্দ্রিক ও আভ্যন্তরীন কারুকার্য সকল মানবপন্থার সমাহার | রামকৃষ্ণ-বিবেকানন্দ তারই অগ্রদূত | আসুন, এই মহান দুই জীবনের অনুধ্যানে নিবিষ্টচিত্ত হই ও সভ্যতার আগামী সম্ভাবনার দিকে অগ্রসর হই | সমন্বয়ই ধর্ম, সত্যানুভূতিই বিজ্ঞান, অতিন্দ্রীয় উপলব্ধিই বেদ | সত্যমেব জয়তে নানৃতাম্ !
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment