' ভগবানকে দখতে চান ? '
ভগবানকে দখতে চান ? চারিদিকে চেয়ে দেখুন --- যা কিছু দেখছেন, সবই ভগবান | কিন্ত কোথাও বিদ্যা, কোথাও অবিদ্যার প্রকাশ |
কুলকুন্ডলিনী জাগ্রতা হয়ে মহাবায়ু সহস্রারপদ্মে আরোহণ করলে এই বিশ্বদর্শন অতিক্রম করে স্বরূপদর্শন হয় | আবার বুত্থানকালে সমগ্র চরাচরে আত্মদর্শনে ধন্য হয়ে ঋষি বিজ্ঞানাবস্থায় বিহার করেন | তখন মহাপ্রেমে অবতারকল্প মহাপুরুষগণ সমগ্র বিশ্বকে স্বীয় বাহুযুগলের মধ্যে ধারণ করতে প্রবৃত্ত হন | এর নাম ধর্মসংস্থাপন |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
ভগবানকে দখতে চান ? চারিদিকে চেয়ে দেখুন --- যা কিছু দেখছেন, সবই ভগবান | কিন্ত কোথাও বিদ্যা, কোথাও অবিদ্যার প্রকাশ |
কুলকুন্ডলিনী জাগ্রতা হয়ে মহাবায়ু সহস্রারপদ্মে আরোহণ করলে এই বিশ্বদর্শন অতিক্রম করে স্বরূপদর্শন হয় | আবার বুত্থানকালে সমগ্র চরাচরে আত্মদর্শনে ধন্য হয়ে ঋষি বিজ্ঞানাবস্থায় বিহার করেন | তখন মহাপ্রেমে অবতারকল্প মহাপুরুষগণ সমগ্র বিশ্বকে স্বীয় বাহুযুগলের মধ্যে ধারণ করতে প্রবৃত্ত হন | এর নাম ধর্মসংস্থাপন |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment