Thursday 17 May 2018

গুরু-শিষ্য সম্বন্ধ ... ১




গুরু-শিষ্য সম্বন্ধ ... ১
গুরুর অসম্মানে আত্মসম্মান খর্বিত হয়, আত্মস্মৃতি বিলুপ্ত হয় ও আধ্যাাত্মিক অকল্যাণ ঘটে | তাই গুরু সদা শ্রদ্ধাভাজন, অনুক্ষণ প্রণম্য | গুরুর প্রসন্নতায় সর্বকল্যাণ সাধিত হয়, চিত্ত নির্মল হয় ও পরিশেষে সংস্কাররাশি সংশোধিত, উন্নীত, পরিমার্জিত হয়ে আত্মদর্শনে পরিপূর্ণতা লাভ করে |
গুরুনিগ্রহের ফল ভয়াবহ | জন্মজন্মান্তরের যে অসৎ সংস্কাররাশি হতে গুরু আশ্রিত শিষ্য-শিষ্যাকে মুক্ত করেন, তার সমগোত্রীয় অবিনষ্ট বীজসকল পুনঃ ফলবান হয়ে শিষ্য-শিষ্যাকে আক্রান্ত করে |
আধ্যাত্মিক পথ দুর্গম, দুরূহ | গুরুকৃপায় এ পথ মসৃণ হয় | তাই গুরু শুধু ঈশ্বরতুল্য নন, শাস্ত্র তাঁকে ঈশ্বরাবতার আক্ষা দিয়েছেন শিষ্যের বিশেষ সম্বন্ধে | এই হল শ্রীগুরুর পরিচয় | এই পবিত্র সম্বন্ধ সর্বদা শ্রদ্ধাপূর্বক রক্ষা করা কর্ত্যব্য শিষ্য-শিষ্যার স্বীয় অধ্যাত্মকল্যাণকামনায় |
জয় গুরুদেব !
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment