Sunday 6 May 2018

মা,



মাবই তো ভেঙ্গে যায়, মা | একদিকে গড়া ও আর একদিকে ভাঙ্গা, এই তো চলেছে আবহমান কাল ধরে | অনিত্য সংসারে মুহূর্তমাত্র স্হিতি, এই তো জীবনের পরিসর | এরই মাঝে নিত্যসত্য, নিত্যনিয়ন্ত্রী তুমি | অজ্ঞানমোহে আচ্ছন্ন আমি মা, কিছুই বুঝতে পারিনা | প্রহেলিকা ভেদ করে, কার সাধ্য, যদি না সদয় হও ? যবনিকা উত্তলনের সময় হল বুঝি, চৈতন্যর আলোকস্পর্শে উন্মোচিত হবে স্বাধীনসত্তা ব্রহ্মানুভূতির একক অবস্হানে | তবু বুত্থানকালে ফিরে ওই মাতৃচরণেই ঠাঁই নিতে হবে, গত্যন্তর নাই |
অনিত্য সংসারে নিত্যের সন্ধানরত মানব যদি অনিত্যেরই মাঝে সেউ পরমপদকে খোঁজে, তাহলে বিফলকাম হবেন | আদর্শকে খাটো করে সত্যসিদ্ধি হয় না, তাই চাই আপোষহীন মনোভাব | স্বামীজী বলতেন, "সত্যের জন্য জগতের সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনোকিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না |" অথচ, মানুষ তাঁর নিজ অবস্হানে সেই চূড়ান্ত সত্যকে জীবনে বরণ করার জন্য সর্বক্ষেত্রে প্রস্তুত প্রায়ই থাকেন না | তাহলে কি তাদেঁর আদর্শচ্যূত জৈব জীবনই শুধু ধারণ করতে হবে ?
ক্রমশঃ ...
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment