Saturday 26 May 2018

' ধৈর্যের চেয়ে গুণ নেই '

অধৈর্য ভালো নয় | প্রথম পদক্ষেপ --- ধৈর্য ধরুন | এত বড় গুণ আর নেই |
জীবনের প্রতিপদে স্থৈর্য্যের প্রয়োজন | অচঞ্চলচিত্ত কর্মসম্পাদনে অধিকতর পারদর্শী | নিরলস কর্মযোগই মহৎ কীর্তির উৎস | তাই ফলাকাঙ্ক্ষারহিত বিশুদ্ধচিত্তে কর্ম করাই শাস্ত্রবিধি |
প্রশান্তমন কর্মের আধার | জীবনের অভিলাশ পূর্ণ করা থেকে ইন্দ্রিয়াতীত অধ্যাত্মভূমি আরোহণ পর্যন্ত যে সকল কর্মপ্রয়াস করে থাকেন মানুষ, তার প্রতিটি ক্ষেত্রে মনঃসংযম, ধৈর্য ও স্থৈর্য অপরিহার্য |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment