' চরিত্রই বিপ্লবীর মূলধন '
নেতাজীকে নিয়ে শুধু হৈচৈ করলে হবেনা | চাই নেতাজীভক্তদের চরিত্রগঠন | এই চরিত্রই বিপ্লবীদের ছিল মূলধন | তাই তাঁদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে সোচ্চার যাঁরা, তাঁদের চরিত্রগঠন সর্বাগ্রে প্রয়োজন | নচেৎ, এই অভিযান শুধুমাত্র আত্মপ্রচার ও আত্মস্বার্থ সংরক্ষণ ব্যতীত আর কিছু বলে অবশেষে পরিগণিত হবে না |
হায় ভারতবর্ষ ! তোমার কি আজ একটি সন্তানও নাই যিনি কিনা নিঃস্বার্থ প্রেমের অধিকারী, যিনি দেশমাতৃকার উদ্দশ্যে স্বীয় স্বার্থ পরিত্যাগপূর্বক তাঁর শ্রেষ্ঠ বিপ্লবী সন্তান সন্ততিদের স্মৃতির যথার্থ উদ্ধারকল্পে ব্রতী হবেন ? এত কি হতভাগিনী তুমি যে সহস্রবর্ষ পরাধীনতার গ্লানি বহন করার পরও তোমার সন্তারের এ হেন চরিত্র যে মায়ের কথা ভুলেও ভাবে না ? এর প্রতিকার কি মা ?
হায় ভারতবর্ষ ! তোমার কি আজ একটি সন্তানও নাই যিনি কিনা নিঃস্বার্থ প্রেমের অধিকারী, যিনি দেশমাতৃকার উদ্দশ্যে স্বীয় স্বার্থ পরিত্যাগপূর্বক তাঁর শ্রেষ্ঠ বিপ্লবী সন্তান সন্ততিদের স্মৃতির যথার্থ উদ্ধারকল্পে ব্রতী হবেন ? এত কি হতভাগিনী তুমি যে সহস্রবর্ষ পরাধীনতার গ্লানি বহন করার পরও তোমার সন্তারের এ হেন চরিত্র যে মায়ের কথা ভুলেও ভাবে না ? এর প্রতিকার কি মা ?
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment