Monday 21 May 2018

ভুলিব না, হে শহীদকুল !




ভুলিব না, হে শহীদকুল !
আমরা কি মানুষ না পশু? স্বাধীনতা সংগ্রামের প্রতি এতটুকু আগ্রহ নেই | আমরা ভক্ত ? কখনও নয় | আমরা ক্লীবতাপূর্ণ জড়বৎ ইন্দ্রীয়পরবশ দেশোদ্রোহীর দল | আমরা সর্বনিকৃষ্ট জীবেরও ক়পার পাত্র, স্বামীজির ভাষায় 'চলমান শ্মশান'মাত্র | আসুন, মানুষ হই, দেশের জন্য মহাবলিদান দিই | বন্দে মাতারম্ !
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
আলোকচিত্র : সত্যেন বসু (বাম হইতে তৃতীয়) ও কানাইলাল দত্ত (বাম হইতে পঞ্চম), 'আলিপুর বোমা মামলায়' রাজসাক্ষী নরেন গোঁশাইকে জেলের মধ্যে হত্যা করার অব্যবহীতকাল পরে |

No comments:

Post a Comment