Friday 25 May 2018

POESY ... ' হেসে আনন্দে খুন '

' হেসে আনন্দে খুন '
হিট্লার বড় দুষ্টু ছেলে,
তাই চার্চিল বানায় নুন,
আর তাই দেখে বিবেকানন্দ স্বামী
হেসে আনন্দে খুন |
স্টালিন, লেনিন চরকা কাটে,
বিপ্লবের এই কানুন,
আর তাই দেখে বিবেকানন্দ স্বামী
হেসে আনন্দে খুন |
মাও, মুসোলিনী, হো চি মিন,
বোঝেন অহিংসগুণ,
আর তাই দেখে বিবেকানন্দ স্বামী
হেসে আনন্দে খুন |
হিটলার এলে পটকা হাতে,
চার্চিল ধরে রামধুন,
আর তাই দেখে বিবেকানন্দ স্বামী
হেসে আনন্দে খুন |
গান্ধীবাবার জয় জয়াকার,
আহা, হিটলার কি করুন !
আর তাই দেখে বিবেকানন্দ স্বামী
হেসে আনন্দে খুন |
শেষে চার্চিল-হিটলার কোলাকুলি,
ঐ গান্ধীপ্রেমের গুণ,
এবার অট্টহাস্যে ফেটে পরেন
ঐ বিবেকানন্দ তরুন |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment