' যদি ভগবানকে চান '
যাঁরা ভগবান লাভ করতে চান, যাঁরা ভক্তমন্ডলী অন্তর্ভুক্তরূপে নিজেদের পরিগণিত করতে ভালোবাসেন, তাঁরা স্বাধীনতা সংগ্রামীদের ঋণ পরিশোধ করুন প্রথম | নচেৎ, ঈশ্বরলাভ অসম্ভব কারণ যাঁরা আপনাদের আরাধ্য দেবযুগল, যাঁদের দর্শনকামনায় আপনাদের দিবসরজনী অতিবাহিত হয়, সেই রামকৃষ্ণ-বিবেকানন্দ ভারতের এই স্বাধীনতা সংগ্রামের পথিকৃত, পুরধাপুরুষ | বিপ্লবীরা ছিলেন তাঁদের শ্রেষ্ঠতম সন্তান কারণ তাঁরা দক্ষিণেশ্বরের এই দরিদ্র ব্রাহ্মণের অশরীরি আশীর্বাদ মস্তকে ধারণ করেই হয়েছিলেন মৃত্যুঞ্জয়ী বীর | আর বিবেকানন্দ ছিলেন তাঁদের ধমনীতে প্রবাহিত স্বাধীনতা-অভীপ্সার মূর্ত বিগ্রহরূপে | রামকৃষ্ণ-বিবেকানন্দ তাঁদের অধ্যাত্মসাধনার বাণীর মধ্যে ভারতের রাজনৈতিক স্বাধীনতা লাভের বিষয়ে যে সূক্ষ্ম সূত্রগুলি রেখে গিয়েছিলেন বিপ্লবীরা তারই মধ্যে আশ্চর্য ইঙ্গিতলাভ করেন তাঁদের মাতৃভূমির মুক্তিসাধনার এই মহাযজ্ঞের | রামকৃষ্ণ-বিবেকানন্দের আধুনিক অনুগামীগণ, এই ঐতিহ্য অনুধাবন করুন ও স্বীয় কর্তব্য নিরুপণপূর্বক নূতন উদ্যমে সঠিকপথে নিজ অধ্যাত্মজীবন পরিচালনা করুন | তবেই ভগবৎকৃপা লাভ করে ধন্য হবেন, নচেৎ নয় | অধ্যাত্মসাধনা বীরের সাধনা, কাপুরুষের নয় | ভুলে যাবেন না স্বামীজির ' স্বদেশমন্ত্র ' | বন্দে মাতরম্ !
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
' যদি ভগবানকে চান '
যাঁরা ভগবান লাভ করতে চান, যাঁরা ভক্তমন্ডলী অন্তর্ভুক্তরূপে নিজেদের পরিগণিত করতে ভালোবাসেন, তাঁরা স্বাধীনতা সংগ্রামীদের ঋণ পরিশোধ করুন প্রথম | নচেৎ, ঈশ্বরলাভ অসম্ভব কারণ যাঁরা আপনাদের আরাধ্য দেবযুগল, যাঁদের দর্শনকামনায় আপনাদের দিবসরজনী অতিবাহিত হয়, সেই রামকৃষ্ণ-বিবেকানন্দ ভারতের এই স্বাধীনতা সংগ্রামের পথিকৃত, পুরধাপুরুষ | বিপ্লবীরা ছিলেন তাঁদের শ্রেষ্ঠতম সন্তান কারণ তাঁরা দক্ষিণেশ্বরের এই দরিদ্র ব্রাহ্মণের অশরীরি আশীর্বাদ মস্তকে ধারণ করেই হয়েছিলেন মৃত্যুঞ্জয়ী বীর | আর বিবেকানন্দ ছিলেন তাঁদের ধমনীতে প্রবাহিত স্বাধীনতা-অভীপ্সার মূর্ত বিগ্রহরূপে | রামকৃষ্ণ-বিবেকানন্দ তাঁদের অধ্যাত্মসাধনার বাণীর মধ্যে ভারতের রাজনৈতিক স্বাধীনতা লাভের বিষয়ে যে সূক্ষ্ম সূত্রগুলি রেখে গিয়েছিলেন বিপ্লবীরা তারই মধ্যে আশ্চর্য ইঙ্গিতলাভ করেন তাঁদের মাতৃভূমির মুক্তিসাধনার এই মহাযজ্ঞের | রামকৃষ্ণ-বিবেকানন্দের আধুনিক অনুগামীগণ, এই ঐতিহ্য অনুধাবন করুন ও স্বীয় কর্তব্য নিরুপণপূর্বক নূতন উদ্যমে সঠিকপথে নিজ অধ্যাত্মজীবন পরিচালনা করুন | তবেই ভগবৎকৃপা লাভ করে ধন্য হবেন, নচেৎ নয় | অধ্যাত্মসাধনা বীরের সাধনা, কাপুরুষের নয় | ভুলে যাবেন না স্বামীজির ' স্বদেশমন্ত্র ' | বন্দে মাতরম্ !
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment