Saturday 12 May 2018

POESY ... ভুলিব কি হায় ?


ভুলিব কি হায় ?
যাঁরা শোণিতসলিলে ধুইয়া দিলেন মুক্তির বেদিমূল,
তাঁদের ভুলিয়া স্বাধীন হইব, এ কেমনতর ভুল ?
যাঁরা জননীর গ্লানি আপনার বুকে বহন করি আকুল,
তাঁদের ভুলিব, এ কেমন দায়, কোন দাস সমতুল ?
আজি জাগিছে পরাণ, খুলিছে হৃদয়, ফুটিছে প্রেমমুকুল,
তারই বসন্তবায়ে ভাসালাম তায়, শহীদবীরের ফুল |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
আলোকচিত্র : বাঘাযতীন, বালেশ্বরের সশস্ত্র সংগ্রামে আক্রান্ত

No comments:

Post a Comment