Saturday, 26 May 2018

'এবার স্বদেশপ্রেমের পালা '


'এবার স্বদেশপ্রেমের পালা '

ইতিহাসের দোহাই দিয়ে আর কতদিন চলবে ? কোনো ইতিহাস লাগেনা দেশপ্রেমী হতে | হ্যাঁ, দেশপ্রেম বর্ধন করতে তা লাগে | সিংহ, সিংহ হয়েই জন্মায় | সে কি কখন শৃগাল হয় ? কোথায় আমাদের যুবাকুলের ব্রহ্মচর্যের তেজ ? কি অবলীলায় তারা মাতৃভূমিকে ত্যাগ করে বিদেশে বসবাস শুরু করে দেয় ! কোথায় তাদের স্বদেশপ্রেম, কোথায় জাতিয়তাবোধ ? এর জন্য কি ইতিহাসবিদ হতে হয় ? কেন, সাধারণ জ্ঞান থেকেই কি মাতৃভূমির প্রতি টান আসার কথা নয় ? কি পেলাম দেশ থেকে সে কথা তো বীর চিন্তা করে না | কি দিলাম দেশকে সেকথাই সে চিন্তা করে | তাহলে কি বুঝব এই সকল দেশত্যাগী অধিকাংশই কাপুরুষ ও দেশদ্রোহী ? আর নয় | বিদেশপ্রীতি তো অনেক হল, এবার স্বদেশপ্রেমের পালা | বন্দে মাতরম !

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment