Wednesday 8 July 2020

আহ্বান

আহ্বান
-----------
সৎসংস্কারসম্পন্ন যুবকযুবতীদের আহ্বান করি শ্রদ্ধাসহকারে সনাতন ধর্মের অধ্যয়ন করতে ।
আজ ভারতীয় সংস্কৃতি সর্বস্তরে বিপন্ন বলে বোধ করি । ব্রহ্মচর্য অবলম্বন না করার ফলেই এই সাংস্কৃতিক অবনমন, এই ধর্মের গ্লানি । অতএব, এর প্রতিকার ব্রহ্মচর্যপালনে ও শাস্ত্রসম্মত জীবনযাপনে । তার জন্য শাস্ত্রপাঠ আবশ্যক ও মহাপুরুষের পদাঙ্ক অনুসরণ একান্ত কাম্য ।
ইন্দ্রিয়পরবশতা ও ভোগস্পৃহাকে স্বাভাবিক বলে মান্যতা দেয় যারা ও ইন্দ্রিয়সংযমকে অস্বাভাবিকজ্ঞানে পরিহার করে, তাদের পক্ষে ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যকে সম্যকরূপে বোঝা সহজ নয় । এঁরা স্বভাবতই অসহিষ্ণু ভারতগৌরবগাথা শ্রবণের প্রতি । অতএব, এ হেন যৌবনশক্তি ভারত উদ্ধারের কাজে লাগবে না । এ জড়বাদির কর্ম নয়, জড়বুদ্ধিরও কর্ম নয় । চাই চেতনশক্তি, ইন্দ্রিয়নিগ্রহের ক্ষমতা । এমন গুটিকতক শ্রদ্ধাবান, শ্রদ্ধাবতী যুবকযুবতী পাই, তো বলিষ্ঠ ভাবান্দোলন শুরু করি ।
ভারতের আধ্যাত্মিকতাই ভারতের সংস্কৃতি, ভারতের শক্তি । ভারতের আধ্যাত্মিকতাই ভারতের ঐতিহ্য, ভারতসভ্যতা । হে আমার যুবক বন্ধুরা ! তোমরা সারা দাও স্বদেশের সংকটকালে, স্বীয় সংস্কৃতির উদ্ধারকল্পে, আজকের এই উদাত্ত আহ্বানে ।
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
Image may contain: 1 person
Diganta Sengupta, Nilanjana Chakraborty and 52 others
5 Comments
1 Share
Like
Comment
Share

Comments


No comments:

Post a Comment