Tuesday, 1 July 2025

ভারতরক্ষা


ভারতরক্ষা ... ১


ভারতের প্রাণকেন্দ্রে সনাতন ধর্ম আর তার ধারকবাহক ভারতের অগণিত হিন্দু | হিন্দু, অর্থাৎ, ভারতভূমি হতে উত্থিত ধর্মাবলম্বী মানুষ | হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, আদিবাসী---এঁরা সবাই ভারতোত্থিত, তাই বৃহদার্থে সনাতনী, হিন্দু | এঁদের সকলের রক্ষায় ভারতরক্ষা | যাঁরা ভারতের ধর্ম ও সনাতন সংস্কৃতির বিরোধী, যাঁরা সনাতন ধর্মাবলম্বীদের ভিনদেশীয় পন্থায় ধর্মান্তরীত করে সনাতন ধর্মের পতন চান, তাঁদের অশুভ কর্মকে রোধ করা আমাদের দায়িত্ব | তাঁদের পুনরায় সনাতন ভাবধারায় ফিরিয়ে আনা কর্তব্য |


























No comments:

Post a Comment