POESY BENGALI : নাচবি যদি আয়
নাচবি যদি আয়
●●●●●●●●●●●
ঘটগোবিন্দের দল,
তোরা কি করবি বল ?
তোদের জয়ধ্বনির মাঝে
ওই শত্রু যে সাজ সাজে---
তার কোন বোধ কি আছে ?
মৃত্যু শিয়রে, কাছে |
ওরে, ঘটগোবিন্দের দল,
তোরা সঞ্চয় কর বল |
নইলে মরবি আগের মতন,
হবে সভ্যতার ওই পতন
যা দেখেও দেখিস না,
শিখেও শিখিস না |
সেই আগের মতই চলবি ?
সেইমত কথা বলবি ?
কাপুরুষতার ছাঁচে ?
মূর্খামির গানে নাচে ?
ওদিকে অস্ত্র শাণায় অরি,
সংখ্যা বাড়ায় ত্বরিঘড়ি---
তার কোন বোধ কি আছে ?
দিন চলছে গানে নাচে,
সেলফিতে আর পদ্যে |
ওদিকে ভবিষ্যৎ যে গদ্যে
উপসংহারে তার স্থিতি |
ওদের সংহাররূপ নীতি
কেমন করে ঠেকাবি বাবা
ওই কাব্য করে বল ?
তোর ওই রূপচর্চার ছল
আর কড়ি গোণার কল,
পারবে কি তা রুখতে
ওই দস্যুদানব ঢুকতে
তোর মন্দিরে আর ঘরে
যেথা দুগ্ধশিশু মরে
যাতে ভাবীকালের তরে
আর কেউ রয় না কোন স্তরে ?
এবার উঠে পড়ে লাগ,
থাক না ত্বকে দাগ |
কি হবে তা ঢেকে
ওই রঙের পালিশ মেখে ?
কি হবে আর নেচে
যখন থাকবি নাকো বেঁচে ?
কি হবে তোর গানে
যখন প্রাণটি যাবে টানে ?
এখন ঢংএর জীবন ছাড় |
যদি না দিবি দানবে মার,
তবু ফোঁশটিতে ছাড়খার
কর তো দেখি বাপ !
আর চলবে না লাখঝাঁপ,
কপট অহিংসার ওই মাফ |
এখন রুখে দাঁড়ানোর পালা,
মায়ের নরমুণ্ডের মালা
দিব্য নতুন সাজে
সাজাব বলে আজ এ
দিব আত্মবলি |
ছিন্নমস্ত হবে কলি,
সত্যযুগের ক্ষণ
এই মস্তক চায় ধন |
দিবি তোরা তা,
হাতে লয়ে দা,
ঘটগোবিন্দের দল ?
দম থাকে তো বল |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment