Monday, 21 July 2025

উত্তিষ্ঠত! জাগ্রত! ... ৭ (প্রাতঃপ্রকাশ, ২২ জুলাই, ২০২৫)




উত্তিষ্ঠত! জাগ্রত! ... ৭

(প্রাতঃপ্রকাশ, ২২ জুলাই, ২০২৫)

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤


সম্পাদকীয়

♤♤♤♤♤♤♤


সাধারণে শক্তি জাগে না কেন ? কামিনীকাঞ্চনে আসক্তিহেতু | এই আসক্তিই বিষয়বাসনা, বিত্তবাসনা যা আত্মাকে আচ্ছাদিত করে, ঠিক যেমন সামান্য মেঘপুঞ্জ বিরাট সূর্যকে আপাতভাবে ঢেকে ফেলে | আত্মা হতে যে শক্তি প্রবাহিত হয়ে চলেছে নিরন্তর, তা এই বিষয়বিঘ্নে পার্থিবপ্রকাশের আধার পায় না এবং অবিদ্যা এসে গ্রাস করে জীবকে | ফলে জীব নিঃশক্তি বোধ করে ও মহাপুরুষের মধ্যেই আত্মপ্রকাশ দেখতে পেয়ে তাঁদের পূজা করে, ভুলে যায় যে তার নিজের মধ্যেও লুকিয়ে আছে আত্মশক্তিপ্রকাশের অনন্ত সম্ভাবনা | ঠাকুর তাই তাঁর মুখ্য বার্তাটি এইরূপ দিয়েছেন--"কামিনীকাঞ্চন ত্যাগ |" সকলে তো তা পারবে না পরিপূর্ণ কিন্তু এই আদর্শের দিকে সততঃ এগোতে হবে | তবে হবে শক্তিলাভ, জাতিগঠন, দেশগঠন | নইলে অপবিত্রতার কবলে পড়ে সব রসাতলে যাবে, যেমন যাচ্ছে | অতএব উপায় ? উপায় রামকৃষ্ণ-বিবেকানন্দ সাহিত্যশাস্ত্রপাঠ ও সেইমত চলার প্রয়াস |


প্রণামান্তে,

সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment