উত্তিষ্ঠত! জাগ্রত! ... ১০ (সান্ধ্য সংখ্যা, ২৩ জুলাই, ২০২৫)
উত্তিষ্ঠত! জাগ্রত! ... ১০
(সান্ধ্য সংখ্যা, ২৩ জুলাই, ২০২৫)
♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧
সম্পাদকীয়
♧♧♧♧♧♧
যদি দেশকে সর্বতোভাবে বাঁচাতে চান, তো স্বামীজী পড়ুন | রামকৃষ্ণ মিশনে দীক্ষা নেওয়ার আগে গুটি কয়েক বই পড়তে হয় | তা হল ১) শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত জীবনী ২) শ্রীমা সারদাদেবীর সংক্ষিপ্ত জীবনী ৩) স্বামী বিবেকানন্দের সংক্ষিপ্ত জীবনী ৪) 'মন্ত্রদীক্ষা' ৫) 'শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত' (ন্যূনতম নির্দেশিত অংশবিশেষ) | এর অর্থ হল দীক্ষার পূর্বে কিয়ৎ শিক্ষা, ইষ্টের সাথে আলাপ, পরিচিতিলাভ | শাস্ত্রও বলছেন, 'ছাত্রানাম অধ্যয়নম তপঃ |' আর আমরা তো সকলেই শিক্ষার্থী---ঠাকুরের ভাষায়, 'যাবৎ বাঁচি, তাবৎ শিখি |'
বিদ্যা দুই প্রকার---পরাবিদ্যা, অর্থাৎ, সমাধিতে অপরোক্ষানুভূতিরূপ ব্রহ্মবিদ্যালাভ, এবং অপরাবিদ্যা, অর্থাৎ, ইন্দ্রিয়-বুদ্ধির দ্বারা প্রাপ্ত ভৌতবিষয়বিদ্যা | প্রথমটিতে পৌঁছোতে গেলে যে দ্বিতীয়টি অপরিহার্য, এমন নয় | কিন্তু সর্বসাধারণের ক্ষেত্রে অপরাবিদ্যার অপরিহার্যতা আছে বইকি | তাঁরা তো আর তীব্র বৈরাগ্যবান নন যে মাত্র যোগসাধনার দ্বারা আধ্যাত্মিকতার অত্যুচ্চ শৃঙ্গে আরোহণ করবেন ? সনাতন ধর্মে তাই অধিকারীভেদে ব্যবস্থা নানাবিধ |
এখন দেশের যা হাল তাতে হতাদর্শ মানুষের হৃদয়ে হাহাকার | চারিদিকে চারিত্রিক অবক্ষয়, চৌর্যবৃত্তির প্রাদুর্ভাব চতুর্দিকে | এহেন অবস্থায় একমাত্র রামকৃষ্ণ-বিবেকানন্দ সহায় | যুগাবতার তাঁরা, যুগের সমস্ত সমাধান তাঁদের মধ্যে | ঠাকুর ভাবঘনমূর্তি আর স্বামীজী তারই বিগলিত ধারা | ঠাকুর তাই ঊর্ধ্বলোক হতে সপ্তর্ষি, পুরাকালের নর ঋষিকে নামিয়ে এনেছেন জগতকল্যাণের জন্য, যুগধর্মসংস্থাপনের জন্য | বলেছেন, "জয় রাধে ... ! নরেন লোকশিক্ষে দিবে যখন ঘরে বাইরে হাঁক দিবে | জয় রাধে !" তাই বলছিলাম, যুগের অবক্ষয় যখন সর্বত্রবিস্তৃত, যখন চরিত্র লুপ্তপ্রায় নেতানেত্রীবর্গে, সর্বসাধারণ জীবনযুদ্ধে ক্লান্ত, তখন যুগপুরুষ স্বামীজীই মুক্তির উপায় | তাঁর বক্তৃতা, চিঠিপত্র ও রচনা পড়ুন, বিশেষতঃ 'ভারতে বিবেকানন্দ' | আর যদি ইংরেজিতে দখল থাকে, তো বারংবার পড়ুন 'Lectures from Colombo to Almora'. শক্তি পাবেন, বীর্যবান-বীর্যবতী হবেন, ভারতকে জানবেন, চিনবেন, ভালবাসবেন, সেবা করে ধন্য-ধন্যা হবেন, শান্তি পাবেন | আর সেই সাথে দেশের বহির্শত্রু ও অন্তর্শত্রুকে পরাভূত করে মাতৃভূমির অনন্তসম্ভাবনাকে প্রকাশের পথে পূর্ণতাদান করবেন | জীবন ধন্য হবে |
সমাপনান্তে,
সশ্রদ্ধচিত্ত,
সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment