Wednesday, 16 July 2025

উত্তিষ্ঠত! জাগ্রত! ... ২ (সান্ধ্য সংখ্যা, ১৬ জুলাই, ২০২৫)


উত্তিষ্ঠত! জাগ্রত! ... ২ 

(সান্ধ্য সংখ্যা, ১৬ জুলাই, ২০২৫) 

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤


সম্পাদকীয় 

♤♤♤♤♤♤♤


পরমহংস শ্রীশ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে আধ্যাত্মিক উচ্চ অবস্থান থেকে মর্ত্যলোকে নামিয়ে এনেছিলেন লোককল্যাণকল্পে | এ কথা আমরা ঠাকুরের জবানবন্দিতে পাই | একদিন ধ্যানে ঠাকুরের মন যথাযথভাবে উচ্চ থেকে উচ্চতর অবস্থায় আরোহণ করে | স্বরূপ হতে অরূপে যাওয়ার পথে দেবদেবীর আবাসভূমি অতিক্রম করে ক্রমে এক কুয়াশাঘন অতিন্দ্রিয় জ্ঞানলোকে প্রবেশ করে যা দ্বৈত ও অদ্বৈতের সন্ধিস্থল | সেখানে দেবদেবীদেরও প্রবেশ নিষিদ্ধ কিন্তু সেখানে দেখলেন সাতজন ঋষিকে সমাধিমগ্ন | এমন সময়ে সেই ঘন অধ্যাত্মকুয়াশা হতে রূপ নিল এক অপূর্বদর্শন দেবশিশু | শিশু ওই সাতজনের একজনের গলা জড়িয়ে তাঁকে বলে, "আমি যাচ্ছি, তুমি এসো |" ওই দেবস্পর্শে ঋষির সমাধিবুত্থান ঘটে ও অর্ধনিমীলিত নেত্রে তাঁর আরাধ্য ওই শিশুটির দিকে তাকিয়ে মৌন ঋষি স্মিত সম্মতি জানান, তৎপরে পুনরায় সমাধিমগ্ন হয়ে যান | ঋষির দেহমন হতে যৎসামান্য অংশ জ্যোতিরূপ ধারণ করে মর্ত্যলোকের পথে অবতরণ করে |" ঠাকুর বললেন, "নরেনকে দেখেই চিনেছি, এই সেই ঋষি |" 


নমস্কান্তে,

শ্রদ্ধাবনতচিত্তে,

সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment