উত্তিষ্ঠত ! জাগ্রত ! ... ৮ (সান্ধ্যসংখ্যা, ২২ জুলাই, ২০২৫)
উত্তিষ্ঠত ! জাগ্রত ! ... ৮
(সান্ধ্যসংখ্যা, ২২ জুলাই, ২০২৫)
♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧
সম্পাদকীয়
♧♧♧♧♧♧
ভগবান কাকে বলে জানি না, শুধু এইটুকু জানি, ঠাকুর ভগবান | তিনি আমার সব খবর রাখেন | তাঁর দয়ার অন্ত নেই | আর যেখানে অন্তহীনের অন্ত, সেখানে মায়ের দয়ার শুরু | এই যুগ্ম অনন্তযোগে জীবন ধন্য |
অবস্তুর সংসারে তিনি বস্তু---এটাই পরম বাস্তব | যে তাঁর কৃপা পেয়েছে, সে-ই জানে | জীবনে তিনি ছাড়া আছে কি ? বাকি সব তুচ্ছ |
'টাকা মাটি, মাটি টাকা'---এই একটি বাক্যে সর্ববিষয়কে তুচ্ছজ্ঞান করিয়ে দিচ্ছেন তাদের, যারা তাঁর প্রকৃত অনুগামী | আর যারা তাঁরই নামে, তাঁরই নাম করে নানাভাবে, নানা অছিলায়, নানা যুক্তি সাজিয়ে টাকা তুলছেন, অর্থের অনর্থকে আমন্ত্রণ জানাচ্ছেন, অবিদ্যাকে করছেন আহ্বান যদিও মুখে ব্রহ্মবাক্য, তাদের ভ্রষ্টনীতি সম্বন্ধে কি বলব ? তারা জীবকে শিবজ্ঞান করতে গিয়ে কখন যে মায়ার কবলে পড়ে শিবকেই জীবজ্ঞান করে বসে আছেন, তা জানতেই পারেন নি | অথবা জেনে বুঝে অবিদ্যাবশতঃ নিজেদের এই অর্থলীপ্সাকে প্রশ্রয় দিচ্ছেন | যেদিন সম্যক বুঝবেন, সেদিনে অনেক দেরি হয়ে যাবে | ভাল ছেলেরা আর ওমুখো হবে না | তখন উপযুক্ত আধারের যোগদানের অভাবে আধ্যাত্মিকতা উড়ে যাবে স্বীয়লোকে আর পড়ে থাকবে স্তুপিকৃত ধন যক্ষাধিপতির তত্ত্বাবধানে | আজ যারা এ পথের পথিক, তাদের কাছে 'টাকা খাঁটি, খাঁটি টাকা |' সুন্দর সব উপায় উদ্ভাবন করছেন ভক্তরূপী ভেড়ার লোম ছাড়িয়ে ভেড়াকেই শীতবস্ত্র বেচার | এই না হলে ধর্ম ?
ঠাকুর রসিক | বড় অদ্ভুত ধরণের রসরাজ তিনি | সব দেখছেন আর মাকে বলছেন, "চল হে ! আবার যেতে হবে হোথা | নামতে হবে মর্ত্যে | সব রসাতলে গেল ! নতুন করে আবার গড়তে হবে সব | নরেন, রাখাল, বাবুরাম---ওরা সব কই ? ডাকো ওদের, যেতে হবে যে |"
পদপ্রান্তে প্রণত,
সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment