Tuesday, 8 July 2025

POESY : নিঃসঙ্গ যিনি

নিঃসঙ্গ যিনি, 

তিনি তো নিজেকে পেয়েছেন |

অনন্তকাল একা |

হছাৎ বিস্ফোরণ !

পথে কতজনার সাথে দেখা ||


সোজা রথে চলেছি কতকাল |

এবার উলটো রথে চলা  

সেই অনন্তের অভিমুখে 

যেথা আমি এক, 

যেথা আমি একা ||


এক হতে বহু, 

বহু হতে এক |

বিচ্ছেদের ব্যথা, 

মিলনের মেলা |

এই তো জীবন, 

এই গাণিতিক খেলা ||


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment