Sunday, 13 July 2025

শান্তির খোঁজে ... ৩


শান্তির খোঁজে ... ৩

♡♡♡♡♡♡♡♡♡♡♡


মহাসমাধির কিছু পূর্বে মা একটি ভক্ত নারীকে তাঁর এক মহাবাক্য বলেন, "শান্তি যদি চাও, মা, কারও দোষ দেখো না | দোষ দেখবে নিজের | দোষ দেখতে দেখতে মনটা দোষী হয়ে যায় | জগতকে আপনার করে নাও, মা | কেউ পর নয়, জগত তোমার |" মায়ের আশু আত্মসংবরণের শঙ্কায় বিলাপরতা ভক্ত নারীটি এ কথায় স্বান্তনা পেয়েছিলেন কিনা জানি না কিন্তু কথাগুলি স্বর্ণাক্ষরে মুদ্রিত হয়ে রইল ইতিহাসের পাতায় ভাবী বিশ্বের দিশারীরূপে | আমরা সেদিনের সেই অনাগতকালের অদ্যআগত মানবসন্তান, মাতৃসন্তান | এ বাণী আমাদের জন্য | যদি শুনি, শান্তি পাব; না শুনি, অশান্তিতে জ্বলব |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment