Saturday, 19 July 2025

উত্তিষ্ঠত! জাগ্রত! ... ৬ (প্রাতঃপ্রকাশ, ২০ জুলাই, ২০২৫)






উত্তিষ্ঠত! জাগ্রত! ... ৬

(প্রাতঃপ্রকাশ, ২০ জুলাই, ২০২৫)

♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧


সম্পাদকীয় 

♧♧♧♧♧♧


ভারতবর্ষ সনাতন ধর্মের আবিষ্কর্তা হওয়া সত্ত্বেও কালপ্রবাহে নানা দুর্বলতাহেতু বহুবার বৈদেশিক বর্বরশক্তি দ্বারা আক্রান্ত হয় | সেবার চাণক্যের কূটনীতির দৌলতে চন্দ্রগুপ্তের বাহুবলে গ্রীকশক্তির হস্তে পরাধীনতা থেকে বেঁচে যায় ভারত | কিন্তু অশোকপরবর্তী বৌদ্ধ অহিংস ভাবপ্রচারের প্রভাবে দেশে সামরিক দুর্বলতা এসে পড়ে ও নানা বিদেশী জাতি-উপজাতির দাসত্ব স্বীকার করতে হয়, বিশেষতঃ উত্তর ভারতে | কিন্তু ভারতের ধর্মপ্রভাবে এরা ক্রমে ভারতীয় হয়ে ওঠে যার ফলে বর্ণসঙ্করের দ্বারা প্রভূত ক্ষতি হলেও ভারতের ধর্ম বিশ্বের নানা স্থানে প্রচারের দ্বারা পৌঁছে যায় | এর ফলে হিন্দু-বৌদ্ধ সংস্কৃতির প্রসার ঘটে সম্পূর্ণ এশিয়ায় | এমনকি গ্রীস দেশ হয়ে ইয়োরোপেও ছড়িয়ে পড়ে স্থানে স্থানে ভারতীয় ধর্মীয় সংস্কৃতি | 


এর ব্যতিক্রম হল প্রথম যখন ইসলাম এসে পড়ল ভারতে সপ্তম শতাব্দী হতে | ভারতের সভ্যতা, সংস্কৃতি গ্রহণ তো করলই না আক্রমণকারী মুসলমানেরা, বরং তা ধ্বংস করতে সর্বতভাবে তৎপর হল | ধর্মান্ধতার চূড়ান্ত দেখা দিল ভারতদিগন্তে | সহস্র সহস্র মন্দির লুট হল, কলুষিত হল, ধ্বংস হল | হিন্দু, বৌদ্ধ বলপূর্বক ধর্মান্তরিত হল নচেৎ নিহত হল ইসলামের তরবারির কোপে | ভারতে নেমে এল কালো ছায়া সহস্র বর্ষের জন্য | পঞ্চদশ শতাব্দীর একেবারে শেষে ইয়োরোপীয়রা উপনিবেশ ফাঁদল ভারতভূমিতে | খ্রীষ্টধর্মের প্রসার হতে শুরু হল | পর্তুগীজ, ইংরেজ, ফরাশী, ওলন্দাজ ও ডেনিশ ঔপনিবেশীকেরা ভারত ভূখণ্ডের ওপর ধীরে ধীরে প্রভুত্ব বিস্তার করল |


খ্রীষ্টান ইয়োরোপীয় ঔপনিবেশিকদের দ্বারা ভারতে ইসলামের অগ্রগতি কিয়ৎ বাধাপ্রাপ্ত হল | হিন্দু ধর্মের চর্চা শুরু হল ইয়োরোপে, বিশেষতঃ জার্মানিতে | ভারতত্ত্ব (Indology)--- গবেষণার বিরাট বিষয় হয়ে গেল | বেদের সায়নভাষ্যের অনুবাদ করলেন ইংরেজিতে ম্যাক্সমুলার | ওয়ারেন হেস্টিংসের আগ্রহে ইংলিশ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি ৯ লক্ষ টাকা বরাদ্দ করল সনাতন শাস্ত্রোদ্ধারকল্পে | ক্রমে ইয়োরোপীয় ও ভারতীয় সংস্কৃতির পারস্পরিক সংস্পর্শে বাংলায় নবজাগরণ এল | রামমোহন থেকে বিবেকানন্দ---এক বিরাট বৈপ্লবিক অভ্যুত্থান ঘটল সনাতন সংস্কৃতির অঙ্গনে |

No comments:

Post a Comment