শান্তির খোঁজে ... ১
শান্তির খোঁজে ... ১
♡♡♡♡♡♡♡♡♡♡♡
প্রায়ই লোকে বলেন আমায় সংসারে অশান্তির কথা | কিন্তু শান্তি পেতে চান ক'জন ? ওই 'অশান্তি', 'অশান্তি' করে অশান্তিরই তো সাধনা করছেন তাঁরা | স্বামীজী মাস্টার মহাশয়কে বলছেন, "And it is a wonder that I do not go mad when I find anybody thoroughly launched into the midst of the doctrine which is to shower peace on earth hereafter." ["এবং এটা বিস্ময়কর যে আমি উন্মাদ হয়ে যাচ্ছি না যখন দেখছি কাউকে সম্পূর্ণ নিমজ্জিত এই অধ্যাত্মতত্ত্বে, সম্পূর্ণ নিয়োজিত, নিবেদিতপ্রাণ এই অধ্যাত্মতত্ত্ব প্রচারে যা কিনা ভাবীকালে জগতে শান্তি বর্ষণ করবে |"] স্বামীজী ঋষি, সিদ্ধবাক | তাঁর বাক্য ব্রহ্মবাক্য, অব্যর্থ | অতএব, এখানেই তো শান্তি পাওয়ার এক মহাসূত্র | কথামৃত খুব পড়ো আর জীবনে খুব শান্তি পাও |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment