Tuesday, 15 July 2025

উত্তিষ্ঠত! জাগ্রত! ... ১ (প্রাতঃসংখ্যা, ১৬ জুলাই, ২০২৫)




উত্তিষ্ঠত! জাগ্রত! ... ১

(প্রাতঃসংখ্যা, ১৬ জুলাই, ২০২৫)

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤


সম্পাদকীয় 

♤♤♤♤♤♤♤


স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, তাঁর বলিষ্ঠ চরিত্র, উচ্চ আদর্শবোধ ও তা কর্মে রূপায়ণ, তাঁর আকুমার ঊর্ধ্বরেতা যোগী চরিত্র, প্রজ্ঞা, প্রেম, দেশাত্মবোধ, বহুমুখী প্রতিভা, দেশকে নেতৃত্বদান, মানবসমাজের নিকট আধ্যাত্মিক আলোকাবর্তিকারূপে অবতরণ, তাঁর ঋষিত্ব ও সর্বোপরি তাঁর অপার্থিব নিঃস্বার্থ আত্মদান জনজারণে, এরূপ অগণিত গুণাবলীর জন্য তিনি আজ বিশ্ববরেণ্য | কিন্তু তবু অবক্ষয়ের এই যুগে যখন মানুষ হাতড়ে বেড়াচ্ছে একটু মানসিক স্থিতির জন্য, হারিয়ে যাওয়া মূল্যবোধকে ফিরে পাওয়ার জন্য, যখন এই মহামানবের প্রতিভূ বিরল হতে বিরলতর হয়ে চলেছে সমাজে, অর্থের প্রভুত্ব যখন আদর্শের প্রভুত্বকে ছাপিয়ে তার নৈরাজ্য স্থাপন করেছে, যখন সততা, সত্যতা, নৈতিকতা, মূল্যবোধ সব বিসর্জন দিয়েছে মানুষ লোভের বশবর্তী হয়ে, যখন প্রয়োজনের অছিলায় নির্লজ্জ লিপ্সাকে প্রশ্রয় দিয়ে চলেছেন তাঁরা যাঁদের সমাজকে আধ্যাত্মিক পথ দেখানোর কথা, তখন ভারাক্রান্ত হতাশচিত্ত মানুষ দাঁড়াবে কোথায় ? ওই বিবেকানন্দেই, তাঁর বাণী পঠনে, ধ্যানে, চিন্তায়, স্মরণে, মননে, তাঁর নির্দেশ যথাযথ পালনে | সেই উদ্দেশ্য নিয়েই এই প্রয়াস, তাঁর বক্তৃতা ও রচনা অবলম্বনে সাধারণের দ্বারে দ্বারে তাঁর ভাব পৌঁছে দেওয়া ইন্টারনেটযোগে সম্পূর্ণ বিনামূল্যে | 


বহুবছর পূর্বে স্বামীজী 'উদ্বোধন' পত্রিকাটি দৈনিক সংবাদপত্ররূপে প্রকাশ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন যা কিনা উপযুক্ত অর্থাগম হলে তাঁর অনুগামীরা দৈনিক লক্ষ কপি কলকাতার রাস্তায় রাস্তায় বিলি করবেন | সে ইচ্ছা তাঁর আজও পূর্ণ হয়নি যদিও তা প্রযুক্তিসহায়ে অনায়াসে সম্ভব আজ | যাঁদের অর্থ, প্রতিপত্তি, সহায়, সম্বল সবই আছে আজ, তাঁরা এ কাজ করে উঠতে পারেননি অথবা করতে চাননা | কিন্তু আমরা ক'জন অকিঞ্চিৎকর স্বামীপ্রেমী তাঁর ঋষিসংকল্পকে রূপদান করতে বদ্ধপরিকর | স্বামীজী সিদ্ধসংকল্প, ব্রহ্মবাক অবতারপুরুষ | তাঁর ইচ্ছা অপূর্ণ রাখা মহাপরাধ | তাই আমাদের এই প্রয়াস | আমাদের লোকবল নেই, তথাকথিত সঙ্ঘ নেই, অর্থ নেই, আছে শুধু স্বামীজীর প্রতি অকৃত্তিম ভালবাসা, শ্রদ্ধা, পূজা | তাই সম্বল করেই আমরা সফল হব এই অনলাইন দৈনিক সংবাদপত্রটি ইংরেজী ও বাংলা ভাষায় প্রকাশ করতে | এতে তাঁর পূজা হবে, হবে নরদেবতার সেবা |


নমস্কারান্তে,

শ্রদ্ধাবনতচিত্তে,

সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment