Wednesday, 2 July 2025

সকল সহৃদয় বন্ধুর প্রতি প্রীতিসম্ভাণেষু,


সকল সহৃদয় বন্ধুর প্রতি প্রীতিসম্ভাণেষু,


অশালীন আচরণকারী, দু্র্বাক্য প্রয়োগকারী, দুর্ভাবনা পোষণকারী, এমন কোনো জনকে একটিও রাখব না বন্ধুর তালিকায় | তাঁদের পত্রপাঠ বিদায় দেওয়াই স্বধর্মপালন বলে বোধ করি | বাড়াবাড়ি করলে ব্লকরূপী ব্যবস্থা গ্রহণ করাই শ্রেয় বলে মনে করি | 


কারও অযথা দুর্ভাষণ শোনার মত অবকাশ নেই এই সীমিত মানবজীবনে প্রৌঢ়ত্বের সীমানায়, বার্ধক্যের প্রবেশদ্বারে দাঁড়িয়ে | মানুষের ব্যবহারে তাঁকে চেনা যায়, তাঁর পার্থিব মায়িক স্বরূপ স্পষ্ট হয়ে ওঠে | সেই পরিচয়ই তাঁর অন্তীম পরিচয় নয় কিন্তু তাঁর অন্তর্বর্তী পরিচয় যা দিয়ে তাঁর বর্তমান লোকব্যবহার চলে এবং সেখানেই তিনি ক্ষেত্রবিশেষে গোল করে বসেন | 


সমাজ সভ্যজনের আবাসস্থল, সহযোগের পুণ্যক্ষেত্র | এখানে ভদ্রজন ভদ্রভাব আশা করেন কারণ তাঁর রুচি তাতেই অভ্যস্ত | কুরুচিকর মন্তব্য তাঁর সহনীয় হয় না, হওয়ার কথাও নয়, উচিতও নয় | তখন সুরুচি ও কুরুচির দ্বন্দ্ব ঘটে যার ফল বিষবৎ হওয়ার সম্ভাবনা থেকে যায় | সেই তিক্ত সংঘটনের পূর্বেই বিদায় সম্ভাষণ শ্রেয়ের মধ্যে পড়ে | তাই করেছি এ যাবৎ, করছি, করবও | 🕉


ইতি,

সশ্রদ্ধচিত্ত বন্ধুবৎসল সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment