উত্তিষ্ঠত ! জাগ্রত ! ... ১৭ (প্রাতঃপ্রকাশ, ৩১ জুলাই, ২০২৫)
উত্তিষ্ঠত ! জাগ্রত ! ... ১৭
(প্রাতঃপ্রকাশ, ৩১ জুলাই, ২০২৫)
♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧
সম্পাদকীয়
♧♧♧♧♧♧
বিদ্যালয়ে সংস্কৃতশিক্ষা তুলে দিয়েই গোল করেছে | দেশের সংস্কৃতির সাথে পরিচয় অপরিহার্য এবং তা সংস্কৃতশিক্ষা না হলে সঠিকভাবে সম্ভব নয় | সংস্কৃতের পুনর্প্রতিষ্ঠায়ই দেশের প্রকৃত প্রগতি সম্ভব, নচেৎ নয় | ভারতের সব মনীষীরাই সংস্কৃতে পারঙ্গম ছিলেন | সংস্কৃতভিত্তিক সকল ভারতীয় ভাষাজ্ঞানও যথার্থরূপে সম্ভব নয় সংস্কৃতের জ্ঞান না থাকলে | তাই জাতির ভবিষ্যৎ গড়তে শুধু অর্থনৈতিক উন্নতি করলেই হবে না---মানসিক, বৌদ্ধিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতিও করতে হবে যা সম্ভব সংস্কৃতপাঠে ও তৎপ্রদর্শিত নীতিপথ অবলম্বনে |
সংস্কৃতপাঠের অনেক ফল | জাতির মেধা বিকশিত হবে | জনতা বৈদেশীক সংস্কৃতির দ্বারা পরিচালিত হয়ে শিকড়বিহীন হবে না | জাতির যথার্থ ইতিহাস পরিজ্ঞাত হবে ছেলেমেয়েরা যার দ্বারা আত্মমর্যাদাবোধ, আত্মগৌরববোধ পূর্ণমাত্রায় জাগ্রত হবে | ভারতবর্ষ সভ্যতার অন্যতম জনক | সেই সভ্যতার সম্বন্ধে অবহিত হলেই তো কল্যাণ | অনবহিত থাকলে কোন শুভফলটি লাভ হবে ? তাই অবিলম্বে সংস্কৃতশিক্ষা বাধ্যতামূলকরূপে পাঠ্যক্রমে গৃহিত হ'ক |
নমস্কারান্তে,
সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment