Friday, 18 July 2025

উত্তিষ্ঠত! জাগ্রত! ... ৫ (প্রাতঃপ্রকাশ, ১৯ জুলাই, ২০২৫)


উত্তিষ্ঠত! জাগ্রত! ... ৫

(প্রাতঃপ্রকাশ, ১৯ জুলাই, ২০২৫)

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤


জীবন অনিশ্চিত, কখন ফুরোয় তার ঠিক নেই | অবসানের আগে লক্ষ্যে পৌঁছোনো চাই | লক্ষ্য ভগবানলাভ | তাঁকে পেলে নিজেকে পাওয়া হয়, শান্তি, স্থিতি, আনন্দ সব লাভ হয় | 


এ যুগে ভগবান স্বয়ং রামকৃষ্ণবিগ্রহ অবলম্বন করে মর্ত্যে অবতরণ করেছেন | তাই তাঁকে পাওয়ার পথ প্রশস্ত | তাঁর কৃপাবাতাস এখন খুব বইছে | মাত্র পাল তোলার অপেক্ষা | সে কাজ আমাদের | তাহলেই পালে হাওয়া লেগে হুহু করে সাগরে গমন | 


গঙ্গার ধারা আকাশ হতে গোমুখ হয়ে বিগলিতধারে প্রবহমান অনাদিকাল হতে সাগরের অভিমুখে | সেই বারিধারায় স্নাত হব | জীবন ধন্য হবে | অমর হব | তখনই বুঝব যে শরীর নই, মন নই, চিত্ত নই, অহংকার নই, সচ্চিদানন্দবিগ্রহ দেবমূর্তি আমরা, বহুরূপে ভ্রমি সংসারবিদেশে স্মৃতিবিভ্রমবশতঃ | সেই বিস্মরণ দূর হবে রামকৃষ্ণপাদপ্দ্মে, যে চরণকমলে নরেন, রাখাল সব নিত্যযুক্ত, নিত্যমুক্ত তাই | 


আসুন, অবগাহন করি ওই ভাবগঙ্গায় যেথা আজ অক্ষরব্রহ্ম স্বপ্রকাশ বর্ণাক্ষরে ঠাকুরের দেবসাহিত্যে |


প্রণামান্তে,

অকিঞ্চিৎকর,

সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment