Saturday, 12 July 2025

শান্তির খোঁজে ... ২


শান্তির খোঁজে ... ২

♡♡♡♡♡♡♡♡♡♡


"সত্যকথাই কলির তপস্যা | যে সত্যটি ধরে রয়েছে, সে ঈশ্বরের কোলে শুয়ে রয়েছে |" ঠাকুরের এই বাণী তো ব্যর্থ হবার নয় | এ তো মহাবাক্য | এর মধ্যে লুকিয়ে আছে তাঁর আশ্বাস, আমাদের আশা | শুধু পালনের অপেক্ষা | তাহলেই হবে | ঈশ্বর তো সর্ব সমস্যার সমাধানস্থল, শান্তিনিকেতন | 


সত্য কথা বলা কি খুব কঠিন ? মোটেই নয় | একটু সৎসাহস, একটু অভ্যাস আর একটু সংযম | তাহলেই হবে | আর এগুলো আরও সহজ হয়ে যায় পালন করা যদি অল্প অল্প করে ঠাকুরের দিকে এগোনো যায় | আমরা এগোবো এক পা, তিনি কাছে আসবেন এক'শ পা | তাঁর কথা চিন্তা করব, তাঁকে ভালবাসব কারণ তিনি সত্যস্বরূপ, সত্যপালনের সর্বোচ্চ সহায় | 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●


সত্যমেব জয়তে নানৃতং সত্যেন পন্থা বিততো দেবযানঃ | 

যেনাক্রমন্ত্যৃষয়ো হ্যাপ্তকামা যত্র তৎ সত্যস্য পরমং নিধানম্‌ ||


सत्यमेव जयते नानृतं सत्येन पन्था विततो देवयानः।

येनाक्रमन्त्यृषयो ह्याप्तकामा यत्र तत् सत्यस्य परमं निधानम्॥


satyameva jayate nānṛtaṃ

satyena panthā vitato devayānaḥ |

yenākramantyṛṣayo hyāptakāmā

yatra tat satyasya paramaṃ nidhānam || 


Truth alone triumphs; not falsehood.

Through truth the divine path is spread out

by which the sages whose desires have been completely fulfilled,

reach to where is that supreme treasure of Truth.


(Mundaka Upanishad, 3.1.6)


●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

No comments:

Post a Comment