উত্তিষ্ঠ ! জাগ্রত ! ... ১২ (নৈশ প্রকাশ, ২৫ জুলাই, ২০২৫
উত্তিষ্ঠ ! জাগ্রত ! ... ১২
(নৈশ প্রকাশ, ২৫ জুলাই, ২০২৫)
♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧
সম্পাদকীয়
♧♧♧♧♧
যে অত্যাচার হিন্দু সয়েছে ... ১
♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧
কঠোপনিষদের যে জাগরণ-আহ্বান স্বামীজী স্বদেশবাসীর জন্য করেছিলেন তা শুধু সে যুগের বৃটিশ-শাসনের দাসত্বশৃঙ্খল মোচনের ডাক নয়, তা ছিল পতিত সনাতন সমাজের প্রতি জাগরণ-নিনাদ | ৬৩৬ খ্রীষ্টাব্দ হতে ক্রমান্বয়ে আরব আক্রমণ প্রতিহত করতে করতে শেষে সিন্ধুদেশের পতন হয় ৭১২ খ্রীষ্টাব্দে | ক্রমে গান্ধার (আফগানিস্তান) ও পশ্চিম পাঞ্জাবের কিছু অংশ ইসলামীয় শাসনের অন্তর্ভুক্ত হয় | এরপর ১০১৭ থেকে ১০৩০ পর্যন্ত গজনভির মামুদের বারংবার আক্রমণ, লুটতরাজ ও মন্দির ধ্বংসের নারকীয় লীলা | সোমনাথ চূর্ণবিচূর্ণ ! পরিশেষে ১১৯২এ মহম্মদ ঘোরী শেষ স্বাধীন হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাস্ত করলেন | ভারত ভূখণ্ডে ঘোরীর দাস কুতুবুদ্দীন আইবক গোড়াপত্তন করলেন 'দিল্লী-সুলতানেত' ১২০৬ খ্রীষ্ঠাব্দে | এর বর্বর রাজত্ব চলল ১৫২৬ পর্যন্ত | আলাউদ্দীন খিলজির সময়ে উত্তর ভারতে আর সীমাবদ্ধ রইল না সুলতানেতের সাম্রাজ্য | দক্ষিণ ভারতেও বিস্তারলাভ করল ইসলামীয় শাসন | বিজিত বীর রাজপুতরা লাখে লাখে সাকা (আমরণ যুদ্ধ করে মৃত্যুবরণ) করল এবং মেয়েরা হাজারে হাজারে জৌহরব্রত পালন করে সতীত্ব রক্ষা করল কারণ কুরান নির্দেশিত তাঁরা মাল-এ-গণিমত (মুসলমান যুদ্ধবিজেতার ভোগ্যবস্ত) | এরই মধ্যে তৈমুর লং এর গণনিধন | ঠাকুর ভাবে দেখেছিলেন যেমন, বলেছিলেন, "দেখলাম, নৃমুণ্ডস্তুপাকার !", ঠিক তেমন | পাঞ্জাবের ওপর যা অত্যাচার হল ! সেই, মানুষের কাটা মাথার স্তুপ, the tower of severed heads! তৈমুর লং কাফিরহননের উদ্দেশ্যে প্রথমে চীন আক্রমণ করবেন ঠিক করেছিলেন | পরে মৌলবীদের উপদেশে মুশরিকপূর্ণ হিন্দুস্তান আক্রমণ করলেন বুৎবরস্তি (মূর্তিপূজা) দূর করবেন বলে | ভারতে নদী অনেক | আর একটি বইল | রক্তগঙ্গা ! হিন্দুর মস্তকে হল মুসলমানের পূজা, হিন্দুর রক্তে আচমনাদি |
ওরা হিন্দুর 'মাটির মূর্তি পূজো' সহ্য করতে পারে না | তাই হিন্দুর মর্ত্যে অবস্থানই ওদের অসহ্য | আজও সেই জিহাদ চলছে, আবহমানকাল ধরে চলবে যতদিন না গাজওয়া-এ-হিন্দ সম্পন্ন হবে, এমনই হদিস-নির্ধারিত অভিপ্রায় | দার-উল-হার্বকে দার-উল-ইসলামে পরিবর্তন, এই অভিপ্রায়, এই অভিযান | ভারতে মুসলমান শাসনকে দীনের এই দৃষ্টি দিয়েও দেখতে হবে | হবে বইকি, নইলে অনৈতিহাসিক হবে, মিথ্যাচার হবে কারণ ইসলাম কোন ধর্ম নয়, তা হল দীন যার মধ্যে রাজনৈতিক একনায়কত্ব ও আরব রাজ্য তথা সংস্কৃতি বলপূর্বক সম্প্রসারণ মুখ্য উদ্দেশ্য, জগতজুড়ে ইতিহাস যার সাক্ষ বহন করে, আজও করে চলেছে | অখণ্ড ভারতের হিন্দুদের ওপর যে ইসলামীয় অত্যাচার সহস্রাধিক বর্ষ ধরে হয়েছে, ঐতিহাসিক উইল ডিউরান্ট (Will Durant) তাকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নৃশংসতম গণনিধন (genocide) আখ্যা দিয়েছেন | আণুমানিক ৮ কোটি থেকে ১০ কোটি হিন্দুকে মুসলমান আক্রমণকারী ও শাসকেরা হত্যা করেছে যা দৃষ্টান্তবিহীন মানব ইতিহাসে | এ ছাড়া বলপূর্বক ধর্মান্তরণ, সংস্কৃতিবিনাশ, নারীনির্যাতন, লুটতরাজ ও ত্রাসের এমন রাজত্ববিস্তার যে হিন্দুর জনসংখ্যা ৬০ কোটি থেকে ২০ কোটিতে নেমে আসে মাত্র চার শতাব্দিতে, এ কথা লিপিবদ্ধ আছে মুসলমান পর্যটক তথা ঐতিহাসিক ফরিশ্তার গ্রন্থে | এ তো গেল দিল্লী সুলতানেতের যুগ | এরপর এল মোগলের যুগ | ভারতের ঘনান্ধকার এখনও কাটেনি |
ইতি,
ক্রমপ্রকাশরত,
বসু সুগত (Sugata Bose)
No comments:
Post a Comment