উত্তিষ্ঠত ! জাগ্রত ! ... ১৪ (অপরাহ্ন আহ্বান, ২৭ জুলাই, ২০২৫)
উত্তিষ্ঠত ! জাগ্রত ! ... ১৪
(অপরাহ্ন আহ্বান, ২৭ জুলাই, ২০২৫)
♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧
ঠাকুরের 'টাকা মাটি, মাটি টাকা'---এই অপূর্ব উক্তির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হচ্ছে আজ ততধিক অপূর্বভাবে | আবার YouTubeএ video দেখতে গিয়ে প্রতিহত হলাম | 'টাকা দিয়ে আগে চ্যানেলের সদস্য হও, তারপর রুদ্ধদ্বার খোলা হবে |' তবে, ওই কথামৃতপাঠই ভাল | ঠাকুরের সহজসঙ্গ করি | তাঁর নামাঙ্কিত মঠমিশনের দ্বারস্থ হয়ে অর্থের অনর্থরূপ অপমান সহ্য করতে হবে না আর | ওখানে ধনীর ভীড় আরও বাড়ুক | নির্ধন আমরা রামকৃষ্ণখনিতে অবতরণ করি | 'কত মণিমানিক ছড়িয়ে আছে চিন্তামণির নাচদুয়ারে | যেও নাকো কারু ঘরে |' ঠাকুরের কথাই সত্য হল | তিনি বলেছিলেন না, "মা, ওরা টাকা বড় ভালবাসে, ওরা ওই নিয়েই থাক |"
সানন্দে সাষ্টাঙ্গ তব
চরণপ্রান্তে নিত্য রব,
বিষবৎ বিষয় ত্যাগী,
প্রাণের সুরে এ বৈরাগী,
পুষ্প যথা প্রস্ফুটিয়া
সুঘ্রাণে ভরে স্থান,
তথা রব নিত্যপ্রেমে,
যুগল পাদপদ্মে থেমে,
অসীম চলায় যতি টেনে,
যা কিছু পাদপদ্মে এনে,
বিরাম লব চিরশান্তি লাগি,
ভালবাসায় মহানিশা জাগি,
হৃদয়মাঝে রাখব তোমায়,
হে মোর দেবতা !
লহ, লহ মোর
প্রণতি বিভোর,
আর লহ মম চিত ঘনঘোর,
শুধু চেয়ো নাকো কড়ি, দুইকড়ি,
মরে যাতে তব বাণী মাথা খুঁড়ি,
যত আছে মোর,
সব দেব প্রভু,
নিও না, নিও না, আদর্শ কভু,
ওই সম্বল, যেতে দেখে তা,
ব্যথা পাই মনে, দাঁড়াই কোথা ?
'জুড়াইতে চাই, কোথায় জুড়াই ?'
কোথা নাহি ঠাঁই,
ও চরণে তাই,
দেহ আশ্রয়,
প্রণিপাত রয়,
তব পদতলে,
দাস অবনত,
চরণে প্রণত,
তব অনুগত,
শ্রীবসু সুগত |
(Sugata Bose)
No comments:
Post a Comment