শান্তির খোঁজে ... ৪
শান্তির খোঁজে ... ৪
♡♡♡♡♡♡♡♡♡♡♡
আজ ১৪ই জুলাই, বিখ্যাত ব্যাস্টিল দিবস (Bastille Day) | আজ থেকে ২৩৬ বছর আগে আজকের দিনেই অশান্ত ফ্রান্সের বুকে নেমে এসেছিল ফরাসী বিপ্লব, মানব ইতিহাসে যার তারপর্য্য অসীম | মধ্যযুগীয় ইয়রোপের বুক চিরে যে বিধ্বংসী বিপ্লব সেদিন ঘটে, আজও তার অনুরণন সারা বিশ্বে অনুভূত |
ব্যাস্টিল প্যারিসের কুখ্যাত কারাগার যেখানে সামান্য অপরাধের জন্যও সেদিনের ফ্রান্সে ভয়ঙ্কর দণ্ড ভোগ করতে হত যা আমরা ভিক্টর হিউগোর 'লা মিজরাব' ('Les Miserables') আর চার্ল্স ডিকেন্সের 'আ টেল অফ টু সিটীস' ('A Tale of Two Cities') এ দেখতে পাই | আ্যালেক্জ্যাণ্ডার ম্যানেট (Alexander Manette) ওই ব্যাস্টিলে থাকতে থাকতে ভুলে গিয়েছিলেন আত্মপরিচয়, উৎপীড়নে হয়ে উঠেছিলেন নাম থেকে একটি নম্বর, ১০৫ নর্থ টাওয়ার (105 North Tower) যা ছিল তাঁর কারাকক্ষের চিহ্নসংখ্যা (cell number) | ইরয়োপে সেদিন সাধারণ মানুষকে পশুবৎ দেখা হত যার পুঞ্জীভূত প্রতিক্রিয়া ফরাসী বিপ্লব, পাশ্চাত্যে মানবমুক্তির প্রথম পদক্ষেপ |
১৭৭৬এ এমেরিকার স্বাধীনতা সংগ্রামে (The War of American Independence) বুরবোঁ রাজবংশের (Bourbon dynasty) প্রভূত সহায়তা ছিল যা ফ্রান্সের রাজকোষকে প্রায় শূণ্য করে দেয় | রাজপরিবাবের, বিশেষতঃ রাণী মারী আ্যান্ট্বোয়ানেতের (Marie Antoinette), অত্যধিক ব্যয়বহুল জীবনযাত্রা, ক্যাথলিক চার্চের (Catholic Church) সাধারণের প্রতি উদাসীনতা ও রাজতন্ত্রের সাথে মিলে সাধারণের নিষ্পেষণ, রাজার নিষ্ক্রিয়তা ও রাজশাসনে অপটুতা, সমাজের সর্বোচ্চ দুই শ্রেণী, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর (the upper two estates, the First and the Second Estate) দ্বারা তৃতীয় শ্রেণীর (the Third Estate) অবিরাম শোষণ এবং পরিশেষে প্রাকৃতিক প্রতিকুলতাহেতু ভয়ঙ্কর খাদ্যাভাব ক্ষুধার্ত জনতাকে সেদিন উৎক্ষীপ্ত করে ব্যাস্টিল অভিযানে প্রবুদ্ধ করে | দীর্ঘমেয়াদী রোষ আজ বিপ্লববহ্নিতে সহসা পরিণত হয়, চূর চূর করে রাজতন্ত্রের অহমিকা |
ভোলটেয়ার (Voltaire), রুসোর (Rousseau) ভাবশিষ্য দাঁতো (Danton), মারা (Marat), এবে (Eber), মিরাবিউ (Mirabeau), ওবেস্পিয়রের (Robespierre) দ্বারা পরিচালিত ফরাসী বিপ্লব মধ্যযুগীয় ইয়রোপের গর্ভ হতে সিজেরিয়ন সেক্শন (Ceasarian Section) করে আধুধিক ইয়রোপের জন্ম দেয় | বদলে যায় সমগ্র পৃথিবী চিরতরে | কিন্তু এ ছিল ভীষণ অশান্ত সংগ্রাম, রক্তক্ষয়ী রণক্ষেত্র যার দুন্দুভিনাদের দূর প্রতিধ্বনি আজও শুনি ২৩৬ বছর পর এই ১৪ই জুলাই, ২০২৫এ |
এরপর ত্রাসের রাজত্ব (The Reign of Terror) | গিলোটীনের উদ্ভাবন (the invention of the guillotine) ও তার অবিশ্রান্ত শিরশ্ছেদ | কেউ বাদ গেলেন না | রাজা ষোড়শতম লুঈ, রাণী মারী আ্যান্ট্বোয়ানেত, অগণিত পাদ্রী, অভিজাতবংশী, পরিশেষে বিপ্লবের পুরোধাপুরুষেরা, যথা, ডাঁতো, এবে, এমনকি শেষে ত্রাসরাজের হোতা ওবেস্পিয়রও |
এর কিছু পূর্বেই ইয়রোপের অন্যান্য দেশগুলি, তাদের দেশেও বিপ্লব ছড়িয়ে পড়বে এই আশঙ্কায়, সম্মিলিতভাবে ফ্রান্সকে আক্রমণ করে | ফ্রান্সের বিপ্লববাহিনী (the French Revolutionary Army) তা প্রতিহত করে বৈপ্লবিক অনুপ্রেরণার দ্বারা উদ্বুদ্ধ হয়ে | ফলে সামরিক বাহিনীর বিপ্লবে ক্রমশঃ প্রাসঙ্গিকতা বেড়ে যায় যার ফল নেপোলিয়নের অভ্যুত্থান |
এরপর দীর্ঘ দুই দশকব্যাপী বোনাপার্টরাজ | নেপোলিয়নের গ্র্যাণ্ড আর্মির (Grande Armee) ইয়রোপের বুকে অগ্রগতি অপ্রতিহত রইল | থরহরিকম্প কন্টিনেন্টবাসী | শেষে রাশিয়াবিপর্যয়ের (Russia-reversal) পর ওয়াটারলুর (the Battle of Waterloo) প্রান্তরে পরাজয় | ১৮১৫র ভিয়েনাচুক্তিতে (the Treaty of Vienna) সন্ধিস্থাপন | ইয়রোপে পুনরায় শান্তি ফিরল ২৬ বছর পর |
এ শান্তি কিন্তু স্থায়ী হল না | স্বার্থের মিত্রতা অচিরেই স্বার্থের শত্রুতায় পরিণত হল | উপনিবেশগুলির ক্ষেত্র নিয়ে সংঘাত লেগেই রইল | মাত্র ফ্রান্সেই ১৭৮৯ থেকে ১৯৪৫এর মধ্যে পাঁচটি রিপাব্লিক গঠিত হল | প্রতিবার সংঘাতের মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রগতি | যুগ যুগ ধরে এই যে মানুষের সার্বিক বিবর্তন যার সাক্ষ্য সভ্যতা বহন করে, তার প্রতিটি সোপানে ওঠার আগে ও পরে হেগেলীয় ডায়ালেক্টিক্সের (Hegelian dialectics) প্রকাশ | এই হেগেলীয় দর্শন ধরেই এবার হল মার্ক্সবাদের অভ্যুত্থান |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment