উত্তিষ্ঠত ! জাগ্রত ! ... ১৮ (অপরাহ্ন সংখ্যা, ২ অগস্ট, ২০২৫)
উত্তিষ্ঠত ! জাগ্রত ! ... ১৮
(অপরাহ্ন সংখ্যা, ২ অগস্ট, ২০২৫)
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
এটা কি দেশ না মস্ত ভাঁড়ামির আখরা ?
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
গোটা দেশটা ভাঁড়ে পরিণত হয়েছে | আর যাঁরা এই ভাঁড়ামো করছেন, তাঁরাই সবচেয়ে সোচ্চার অর্থনৈতিক প্রগতির নামে | বৈশ্যযুগে যে সংস্কৃতির অবনমন হবে, এ কথা স্বামীজী আগেই বলে গেছেন | এর কারণ বাণিজ্যে অবিদ্যার অংশই বেশি | লোভের দ্বারা প্ররোচিত মানুষ মুনাফাখোর হয় | ধনতন্ত্রের চরিত্রই এই | তাই বলে দেশে মানুষ থাকবে না যাঁরা এর বিরুদ্ধে সোচ্চার হবেন ? বামপন্থী ছাড়া তো কাউকেই এই নির্মম, নিকৃষ্টসংস্কৃতি বিজ্ঞাপনকেন্দ্রিক বাণিজ্যের বিরুদ্ধে কথা বলতে শুনি না | কিন্তু তাঁদের তো রাজনৈতিক মতলব আছে | তাঁরা তো আর অবিদ্যার বিরুদ্ধে সংগ্রাম করছেন না, বিদ্যাপ্রতিষ্ঠার প্রচেষ্টা করছেন না | চাই লাখ লাখ মানুষ, সাচ্চা মানুষ যাঁদের সাংস্কৃতিক-ধার্মিক হুঁশ আছে, যাঁরা এই অধোগামী অপসংস্কৃতির বিরুদ্ধে ধর্মযুদ্ধ ঘোষণা করবে | তাঁরা কই ?
ইতি,
সুগত বসু (Sugata Bose)
আলোকচিত্র : বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায় যিনি যথার্থ চরিত্রবান ত্যাগী ছিলেন | মারকিউরাস নাইট্রাইটের বিশ্ববরেণ্য এই আবিষ্কর্তা 'বেঙ্গল কেমিকাল্স'এর প্রতিষ্ঠাতারূপে একজন প্রথিতযশা পথিকৃত শিল্পপতিও ছিলেন | কিন্তু তিনি আজকের নির্লজ্জ, নিম্নচরিত্র, নীচবৃত্তি বৈশ্যদের ও তাদের মূর্খানুগামীদের ন্যায় ছিলেন না | ভারতের সর্বতকল্যাণকারী এই মহাপুরুষ আজকের প্রবৃত্তিমার্গে পরিচালিত অবিদ্যাগ্রস্ত দেশবাসীর বিদ্যাশ্রয়ের আদর্শস্থল | তাঁর ১৬৫তম জন্মদিনে তাঁকে জাতির সামনে আদর্শরূপে তুলে ধরে স্বীয়প্রণতি তাঁর শ্রীচরণে সারলাম |
No comments:
Post a Comment