Wednesday, 6 August 2025

তুলসী মহারাজ ... ১


তুলসী মহারাজ ... ১

●●●●●●●●●●●●●●


সাধু যখন আর পূর্ণসত্য বলেন না, সত্যরক্ষার ঊর্ধ্বে সংঘরক্ষাকে স্থান দেন, বিষয়কে করেন ব্যাপ্তির সর্বোচ্চ ব্যবহার্য, ধর্মের গ্লানি হয় তখন পরিপূর্ণ | তখনই অবতারের আগমন হয় আসন্ন | আজ সেই দুর্যোগের রাত যখন শ্রীভগবানের পুনরাবির্ভাব ঘটবে | আর এই বিষয়কেন্দ্রিক অর্থাচরণে কি ধর্মরক্ষা হয় না সংঘরক্ষা হয় ? অনৃতভাষণে, সত্যগোপনে, অপপ্রচারে কি ভগবানের যুগধর্মপালন হয় ? হয় না | অথচ, বলিষ্ঠবচনের কেউ নেই যে দিশাসংস্কারের বিষয়টি যথাস্থানে অকপটে, নির্ভয়ে উত্থাপন করতে পারেন | আর যাঁরা সাধারণ, অতি সাধারণ মানুষ, তাঁদের প্রতিবাদে এঁরা কর্ণপাতও করেন না কারণ বিপুল জনসমষ্টি এঁদের তাবেদারিতে ব্যস্ত | স্বামীজা বলতেন, "The majority are fools, men of common intellect." তোষামোদে কি তুষ্ট হন প্রভু ? তিনি ছিলেন সত্যস্বরূপ | তাঁর সতেরটি সাক্ষাৎ সন্ন্যাসী পার্ষদ ছিলেন পরিপূর্ণ সত্যাশ্রয়ী | তাঁদের প্রদর্শিত সত্যপথ কি ভুলে যাব আমরা ? আজ সত্য কোথায় ?


ঠাকুরের ১৭ জন সাক্ষাৎ সন্ন্যাসী পার্ষদের নামগুলো দেওয়া রইল | মিলিয়ে নেবেন আজকের প্রচারিতসত্যের সাথে | এঁরা হলেন পরম পূজ্যপাদ :


১) স্বামী বিবেকানন্দ (স্বামীজী)

২) স্বামী ব্রহ্মানন্দ (রাজা মহারাজ/রাখাল মহারাজ)

৩) স্বামী প্রেমানন্দ (বাবুরাম মহারাজ) 

৪) স্বামী যোগানন্দ (যোগীন মহারাজ) 

৫) স্বামী নিরঞ্জনানন্দ (নিরঞ্জন মহারাজ)

৬) স্বামী সারদানন্দ (শরৎ মহারাজ) 

৭) স্বামী রামকৃষ্ণানন্দ (শশী মহারাজ)

৮) স্বামী শিবানন্দ (মহাপুরুষ মহারাজ)

৯) স্বামী অভেদানন্দ (কালী মহারাজ)

১০) স্বামী তুরীয়ানন্দ (হরি মহারাজ)

১১) স্বামী অদ্বৈতানন্দ (বুড়োগোপাল মহারাজ)

১২) স্বামী অদ্ভুতানন্দ (লাটু মহারাজ)

১৩) স্বামী অখণ্ডানন্দ (গঙ্গাধর মহারাজ)

১৪) স্বামী ত্রিগুণাতীতানন্দ (ত্রিগুণাতীত মহারাজ/সারদাপ্রসন্ন মহারাজ)

১৫) স্বামী সুবোধানন্দ (খোকা মহারাজ)

১৬) স্বামী বিজ্ঞানানন্দ (বিজ্ঞান মহারাজ/হরিপ্রসন্ন মহারাজ) 

১৭) স্বামী নির্মলানন্দ (তুলসী মহারাজ)


সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণের চরণাশ্রিত,

সত্যস্থাপনে অদম্য উৎসাহে ব্রতী,

তুলসী মহারাজের জ্বলন্ত জীবনের দ্বারা অনুপ্রাণিত,

সংঘশুভচিন্তক সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment