Monday, 11 August 2025

নির্মল কি মলিন হয় ?


নির্মল কি মলিন হয় ?

●●●●●●●●●●●●●●●


আদর্শ রক্ষা করে ভক্ত থাকাই শ্রেয় | ভ্রষ্টাদর্শ হতে দেখলে ঠাকুরের আদি বেদমূর্তি অবলম্বনে ও বেদবাণী পালনেই কল্যাণ | তাঁর কথামৃত নিত্য পথপ্রদর্শক | স্বামীজীর বাণীও যথাযথ পালনে কল্যাণ | সত্যকে তো ত্যাগ করা যায় না, সে কোন কারণেই নয় | 'সত্য কথাই কলির তপস্যা | যে সত্যটি ধরে রয়েছে, সে ঈশ্বরের কোলে শুয়ে আছে |' এমনই বলেছেন ঠাকুর | তাই, যদি দেখি সত্যকে মিথ্যা দিয়ে চাপা দেওয়া হচ্ছে, খণ্ডসত্যকে পূর্ণসত্যরূপে তুলে ধরা হচ্ছে, জনসমক্ষে ঠাকুরের কোন এক সাক্ষাৎ শিষ্যকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, উপরন্তু তাঁর নাম রামকৃষ্ণ-বিবেকানন্দ সাহিত্য ও ইতিহাস হতে এক প্রকার মুছে ফেলা হচ্ছে, তখন কোন দিকে দাঁড়াব ? প্রবল পরাক্রান্ত প্রতিষ্ঠানের দিকে না দুর্বাদলশ্যামসম সত্যশিষ্যের দিকে ? আমার সিদ্ধান্ত তো নেওয়া হয়ে গেছে | এখন আপনারা ভেবে দেখুন | সত্য চাই না মিথ্যা ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment