তুলসী মহারাজ ... ৪
তুলসী মহারাজ ... ৪
●●●●●●●●●●●●●●
স্বামী ব্রহ্মানন্দের অন্যতম বরিষ্ঠ মন্ত্রশিষ্য স্বামী প্রভবানন্দ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেদান্ত সোসাইটির দীর্ঘকালীন অধ্যক্ষ ছিলেন | তাঁর এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তুলসী মহারাজ কোন্ স্তরের মানুষ ছিলেন তা বোঝার জন্য | চিঠিতে কিন্তু প্রভবানন্দজী তুলসী মহারাজের রামকৃষ্ণ-শিষ্যত্বকে ঠাকুর-মা-স্বামীজী-মহারাজরূপ চতুর্গুরুর বৃহদাবর্তে রক্ষা করে তাঁর গুরুর সত্যপরিচয় আবৃত রাখলেন, পরিষ্কার করে বললেন না, স্বীকার করলেন না, সম্ভবতঃ সঙ্ঘগত কারণেই, যে তুলসী মহারাজ শুধু মহাপুরুষই নন, তিনি ঠাকুরের সাক্ষাৎ সন্তানরূপী মহাপুরুষ | উহ্য রাখলেন ব্যাপারটা তাঁর বক্তব্যে, বুদ্ধিমানের বুঝে নেওয়ার পক্ষে যথেষ্ট ইঙ্গিত দিয়ে, অথচ সঙ্ঘের কোন নির্দেশিকা এ বিষয়ে থেকে থাকলে, তাকে উল্লঙ্ঘন না করে |
তুলসী চরণকমলে ভক্তিবারিসিঞ্চনকারি
অকিঞ্চিৎকর সুগত বসু (Sugata Bose)
পুনশ্চ : তথ্যসূত্র---'Swami Nirmalananda, Tulsi Maharaj, A direct disciple of Sri Ramakrishna, A focus on facts and facets' by Brahma Gopal Dutt.
No comments:
Post a Comment