Friday, 15 August 2025

"জানি কিনা আর একবার আসতে হবে" ~ শ্রীরামকৃষ্ণ ... ২


"জানি কিনা আর একবার আসতে হবে" ~ শ্রীরামকৃষ্ণ ... ২

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●


আজ ঠাকুরের তিরোধান দিবস | তাঁর আদর্শের তিরোধান যেন আমরা আর না ঘটাই | কিন্তু তা ঘটেছে, ঘটছে, ক্রমান্বয়ে ঘটে চলেছে যা তাঁর বাণী ও জীবনের সম্পূর্ণ পরিপন্থী | হয়ত' আজকের এই মহাসমাধির পুণ্যদিনে এ প্রসঙ্গ উত্থাপন অনুপযুক্ত, এমনকি হয়ত' রুচিবিগর্হিত মনে হতে পারে অনেকের | কিন্তু ভক্তিপূর্ণ প্রণতি ত' সবাই জানান | নাহয় আমি ব্যতিক্রমীই হলাম | ঠাকুরের ভাবের অপসমাধির বিরুদ্ধে নাহয় সোচ্চার হলাম কারণ এহেন আদিভাবের সমষ্টিগত বিরুদ্ধাচরণ ত' কোনমতেই মহাসমাধি নয় | এ কথা ত' ঠিক যে তাঁর কথা আজ কেউই আর মানছেন না, শুধু তাঁর নামের বাণিজ্যিক লাভটুকু তুলে নিচ্ছেন | তাঁর অস্তিত্বে ও ঐশ্বরিক শক্তিতে তাঁর অনুগামীরা সত্যি সত্যি বিশ্বাসী কিনা তা আর তাঁদের আচরণে পরিষ্কার নয় | সবই ধনতন্ত্রের ধোঁয়ায় আচ্ছন্ন | 


এমন দিনও যে ঠাকুরকে দেখতে হবে তা এক তিনিই জানতেন | তাই যখন পার্থিব শরীরে ছিলেন, তখনই ধর্মগ্লানির অগ্রীম ছবিটি দেখে নিয়ে পুনরাবির্ভাবের ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন | আজকের এই আধ্যাত্মিক দুর্দিনে তাই বুঝি তাঁর পুনরাগমনের লগ্ন সমুপস্থিত | এখন মাত্র কালের অপেক্ষা |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র : ঠাকুরের সর্বশেষ লীলাস্থান, কাশীপুর উদ্যানবাটি |

No comments:

Post a Comment