চল, তুলসীতলায় যাই
চল, তুলসীতলায় যাই
●●●●●●●●●●●●●●●
রাতজাগা এক পাখি আমি,
গাইছি রাতে তুলসী স্বামী |
তবু দেখ, দেখ কী অনীহা,
ভক্তচিতে অন্ধ স্পৃহা |
কেউ চায় না রে ভাই সত্যে নিতে,
ব্যস্ত সবাই এবে তৈল দিতে |
যারা করল অনৃতভাষণ,
তাদেরই তো চলছে শাসন |
তুলসীতলায় কেউ যায় না,
ঋতচেতনা কেউ চায় না |
যেদিক ভারী বৈভবেতে,
সেদিকমুখো কৃপা পেতে,
ভক্ত তথা, বনিক যথা,
মেরুদণ্ডবিহীন গুল্মলতা |
এই ভাব যেন তার দেবতা এতে
হবেন খুশী, দেবেন পেতে
কৃপার থালি উজাড় করে,
তৈল পেয়ে খুশীর ঘোরে |
সত্য যেথা হচ্ছে বলি,
যূপকাষ্ঠে যুগের, যাচ্ছে কলি,
তুলসী ও সেই খড়্গাঘাতে
অবলুপ্তপ্রায় ভীষণ রাতে |
ভক্ত তুমি, কেমন মানুষ ?
বিবেক কোথায় ? কোথায় বা হুঁশ ?
দলে ভারী যেদিক দেখ,
সেই দিকেতেই হেলতে থাকো ?
সত্যে রুচি নেই বুঝি আর ?
হংসপরম হয় ছারখার |
তোমার ভিনরকমের ভক্তিতে ভাই
মজবে প্রভু, মিলবে কি ঠাঁই
ওই চরণে মিথ্যা বলে,
মিছের সাথে মিথ্যা ছলে,
এক সুরেতে সুর মিলিয়ে,
নীতি, ধর্ম সব বিলিয়ে ?
ভেবে দেখ সত্য বেচে,
অনৃতরূপ নৃত্য নেচে
কোন্ লোকে তুমি দেবে পাড়ি
মর্ত্যে যখন টানবে দাঁড়ি
ওই হংসপরম পরমহংস,
তাঁর কলমীদলের সদ্বংশ,
যারা সত্য ছাড়া মিথ্যা না কয়,
ঋতচেতনায় নিত্য যে রয় ?
তুলসীতলায় আজও পূজা
করছে মাতা দশভূজা |
সেথা দাও হে জোগান,
চড় ঋত দেবযান
যদি রামকৃষ্ণলোকে
চাও যেতে | দাও ওকে
তার যোগ্য আসন,
ঠিক পরিচয়, সঠিক শাসন |
ভ্রান্ত জেনেও কলুষ কর ?
ভ্রষ্টপক্ষে ধ্বজা ধর ?
কেমন ধর্ম, কেমন কর্ম
যা সত্য ছেড়ে মিথ্যামর্ম
নির্দ্বিধায় প্রচার করে,
জত্যূগৃহে অগ্নি ধরে
ভুলে কালাকাল ?
এমন পক্ষ সমর্থনে
হবে যে বেহাল |
এখনও সময় আছে,
প্রভুর কৃপা নিত্য কাছে |
সঠিক কথা তুলে ধর,
রামকৃষ্ণে ভরসা কর |
তুলসীতলায় অসীম ক্ষমা,
দয়ানিধির ইষ্ট রমা
জটিল তত্ত্ব সরল করে
দেবেন আজি ভোরে |
কে কোথায় আছিস, ওরে,
সত্যপথে আয় |
বেলা বয়ে যায় ||
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment