Friday, 8 August 2025

মঠসংবাদ


সঙ্ঘসংবাদ ... ১


পূর্ণাত্মানন্দজীর প্রতিভা বাংলাদেশে নষ্ট হচ্ছে | সেখানে না আছে উপযুক্ত পরিবেশ না সমঝদার শ্রোতৃমণ্ডলী যে তিনি পরিপূর্ণ প্রচারকর্মে নিজেকে নিয়োজিত করতে পারেন | এবার তাঁকে কলকাতায় ফিরিয়ে আনা হ'ক যাতে তাঁর রচনা ও বাগ্মীতা পূর্ণমাত্রায় পুনঃপ্রকাশের যথাযোগ্য পরিবেশ পায় ও তাঁর স্বাস্থ্য ভেঙে না পড়ে বিরুদ্ধশক্তির সাথে ক্রমাগত সংগ্রাম করতে করতে | 


এমন প্রতিভাধর জাগ্রতপ্রাণ সাধু প্রত্যহ জন্মান না | যখন মাতৃকৃপায় আছেন তখন তাঁর মূল্য বোঝা উচিত | তাই অবিলম্বে তাঁকে যথোচিত পদে নিযুক্ত করে দেশে ফিরিয়ে আনা হ'ক | এতেই সর্বতভাবে সর্বোচ্চ কল্যাণ | 


এই প্রতিবেদন ও তাতে উত্থাপিত দাবি আমার একান্তই ব্যক্তিগত ও তা সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত | যদি তা সঙ্ঘের কর্তৃপক্ষের কর্ণকুহরে প্রবিষ্ট হয় তো কল্যাণকর | নচেৎ দুর্ভার্গ্য আমার ও রামকৃষ্ণ ভাবান্দোলনের | যদি প্রতিভার সদুপযোগ না হয় তো তার দায় অবশ্যই কর্তৃপক্ষের | তাই এই নিবেদন, আবেদনও বটে | বেশ ক'বছর গড়িয়ে গেছে এমন মানুষটির গুণের অবহেলায় | আর নয় | এবার এর প্রতিকার হ'ক | গুণীর গুণের যথাযথ ব্যবহার হ'ক | ঠাকুর-মা-স্বামীজীর শ্রীচরণে এই প্রার্থনা | 🕉


প্রণামান্তে,

সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment