Tuesday, 19 August 2025

বিদ্যা-অবিদ্যার মায়িক সংসারে সন্ন্যাসীও বদ্ধ ?





বিদ্যা-অবিদ্যার মায়িক সংসারে সন্ন্যাসীও বদ্ধ ?

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●


কোন অবিদ্যাশ্রিত অনুষ্ঠানে পুরস্কার নিতে যাবেন না | আজকাল সাধুরাও যাচ্ছেন সে সব অনুষ্ঠানে প্রতিষ্ঠানের হয়ে পুরস্কার নিতে | বড়ই ভয়াবহ ! ঠাকুরের শিক্ষার সম্পূর্ণ বিপরীত | সাবধান ! এভাবে সন্ন্যাসী আর জগদ্গুরু থাকছেন না, মায়ার কবলে পড়ছেন দ্রুত | 


ঠাকুরের ভাব পরিপূর্ণ লঙ্ঘিত আজ | তাঁর পুনরাগমন সুনিশ্চিত, সন্নিকটে | হয়ত' তিনি এখন আমাদেরই মাঝে, তাঁর শিক্ষার সর্বনাশ দেখে দৌড়ে এসেছেন যেমনটি অগ্রীম বলে গেছেন গতবার | 


সন্ন্যাসীর পতনে আজ ধর্মগ্লানি সমুপস্থিত | ভগবান ছাড়া আর জীবের এখন গতি নেই | ঠাকুরের ভাব আজ প্রকাশ্য অবহেলায় ক্রমশঃ অপ্রকাশ | তাঁর বাণী প্রচার হচ্ছে বেছে বেছে, পালন হচ্ছে না আদৌ | এ বড় ভীষণ পরিস্থিতি | যদি সঙ্ঘ মায়ায় আবদ্ধ হয়, ত' ভক্তকুল বিভ্রান্ত হতে বাধ্য | তাঁদের মায়ার কবল হতে বাঁচাবে কে ? পুরস্কারে আনন্দ বিদ্যারূপ না অবিদ্যারূপ, এটি বিচার্য | নইলে বৃথা সন্ন্যাস !


ব্যথিতচিত্তে সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment