Sunday, 3 August 2025

উত্তিষ্ঠত ! জাগ্রত ! ... ১৯ (অপরাহ্ন সংখ্যা, ৩ অগস্ট, ২০২৫)


উত্তিষ্ঠত ! জাগ্রত ! ... ১৯

(অপরাহ্ন সংখ্যা, ৩ অগস্ট, ২০২৫)

♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧


সম্পাদকীয় 

♧♧♧♧♧♧


বিদ্যাশক্তির আর অবিদ্যাশক্তির বর্তমান সংঘর্ষে অবিদ্যারই জয় হচ্ছে | তবে বিদ্যার গতি সূক্ষ্ম, বোঝা যায় না তার গতিপ্রকৃতি আপাতদৃষ্টে | ক্ষেত্র প্রস্তুত হচ্ছে | 'কালেনাত্মনি বিন্দতি'---এটি যেমন ব্যষ্টির জন্য প্রযোজ্য, তেমনি সমষ্টির জন্যও সমপ্রযোজ্য | কখন কুটস্থচৈতন্য জেগে উঠে ব্যাপক নবাবতার লীলারূপে প্রকাশিত হয়, কে জানে ? 


বিবর্তনের গতিপথ বক্র, পঙ্কিলও বটে সমষ্টিসংস্কারের যোগফলহেতু | কিন্তু এরই মধ্য দিয়ে বৈদিক চরৈবেতী মন্ত্রের মর্মবোধ পার্থিবপ্রকৃতির হৃদয়োৎস হতে উৎসারিত হচ্ছে অগ্রগতির অগ্নিশিখা বহন করে | দীর্ঘ রজনীর অবসান হতে বুঝি এখনও অনেক দেরী, তবুও ঘনান্ধকার ভেদ করে পূর্বাকাশে আলোকরশ্মির ঝিলিক দেখা দিচ্ছে | লক্ষ লক্ষ বছরের বর্বরতা এখনও কাটেনি কিন্তু প্রথম মানব যেমন দ্বিপদে অবস্থান করে কিয়ৎকাল, তাকে বিদ্রোহের অপরাধে মেরে ফেলার আগ পর্যন্ত, তেমনই আজও সভ্য মানুষের নিত্যাহূতি হচ্ছে বর্বরের রোষানলে | অজ্ঞানের এই অনলের একদিন নির্বাপনের কাল উপস্থিত হবে যখন বৈদিক যজ্ঞাগ্নি আবার প্রজ্বলিত হবে দেবমানবের উদ্বোধনে | সেদিনের প্রতিক্ষায় শুধু নেই, সেদিনের আনয়নে নিত্যনিরত বিদ্যার প্রচারে, প্রসারে, স্বীয় শরীরমনে ধারণে |


সকলকে প্রণাম |


ইতি,

সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment