POESY: ন্যায় পড়তে ন্যাড়া ন'বার নবদ্বীপে যায়
ন্যায় পড়তে ন্যাড়া ন'বার নবদ্বীপে যায়
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
ন্যায় পড়তে ন্যাড়া ন'বার নবদ্বীপে যায়,
ন্যায়ের মাঝে ন্যাড়া নাহি প্রভুর দেখা পায় ||
তাইত' ন্যাড়া যুক্তি ছেড়ে ভক্তিতে মন মজে,
কৃষ্ণপ্রেমে মগ্ন হয়ে অহরাত্র ভজে ||
এখন বানের জলে ভাসে ন্যাড়া, চোখের জলে ভাসে,
বংশীধরের সুরের টানে নাচে, কাঁদে, হাসে ||
কীর্তনে মাতায় ন্যাড়া নদে, শান্তিপুর,
বৃন্দাবন, পুরী, কাশী, দাক্ষিণাত্য দূর ||
রায় রামানন্দ আর জগাই, মাধাই,
নৃপতি প্রতাপরুদ্র ভজিল নিমাই ||
রূপ, সনাতন আদি, অদ্বৈত, শ্রীবাস,
নিত্যানন্দ প্রভু আর যবন হরিদাস ||
শচীমাতা বিদায় দেন চোখের জলে,
বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গপ্রিয়া হলেন শূণ্যস্থলে ||
বারো বর্ষ দিব্যান্মাদে কাটাইলেন প্রভু,
মহাভাবে, মহা হর্ষে, বিমর্ষ না কভু ||
জগন্নাথ নেহারিয়া গাহিলেন গান,
পরিশেষে মিলাইলেন, শ্রীবিগ্রহে স্থান ||
কেউ বা বলে পাণ্ডাসকল যুক্তি করে মারে,
সমাধিস্থ প্রভু যখন শ্রীমন্দিরের দ্বারে ||
কেউ বা বলে সাগর হেরি ভাবেন যমুনা,
ডুব দিয়ে যান ভেসে, নাহি রাখি নমুনা ||
কে বা জানে প্রভুর লীলা ? কে বা মেটায় ধন্দ ?
নিত্যকৃষ্ণ, নিত্যরাধা, নাইকো কোন' সন্দ ||
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment