সত্য যখন অসত্যের যূপকাষ্ঠে বলিপ্রদত্ত
সত্য যখন অসত্যের যূপকাষ্ঠে বলিপ্রদত্ত
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
'সত্য কথাই কলির তপস্যা |' এ কথা বলেছেন ঠাকুর | কিন্তু ধর্মজগতে যে বৈদেশিক অধর্ম দুটি বিরাজ করে সনাতন ধর্ম ও সনাতনীদের ধর্মান্তরণের দ্বারা সর্বনাশ করছে, হিন্দু গণহত্যার দ্বারা যে অধর্মটি দেশভাগরূপী নারকীয় ইতিহাস রচনা করেছে, সে সত্যটি পূর্ণরূপে কোন সত্যাশ্রয়ীই বলেন না | যাঁরা বলেন, তাঁদের আবার রাজনৈতিক ক্ষুদ্রস্বার্থ, উচ্চাকাঙ্ক্ষা জড়িত, তাই বলেন | দেশপ্রেম, জাতিপ্রেম, ধর্মপ্রেমের দ্বারা প্রেরিত হয়ে বলেন না | এহেন অবস্থায় এই সব অংশসত্যভাষীদের মুখে নীতিকথা শুনতে ভাল লাগে না | যা বলেন এঁরা, তা ত' আংশিক সত্য যা হিন্দুর সহস্রাধিক বর্ষ নিপীড়িত হওয়ার ইতিহাসকে সুবিধামত আবৃত করে, যথার্থ সত্যকে প্রকাশ করে না জেনেশুনে | ফলে হিন্দুর দীর্ঘ নিদ্রা ভাঙে না | সেই চিরাচরিত ঘুমপাড়ানি গানে সে আবার তলিয়ে যায় মোহনিদ্রার অচেতনে |
চাই চরিত্র যা অকপটে সত্যভাষণে সমর্থ | এমন ত' কোথাও দেখি না | সবই হয় রাজনৈতিক মুনাফাখোর নয় বিষবুদ্ধিজীবি যাঁরা হিন্দুবিরোধী কর্মে ব্রতী, সনাতন সভ্যতাসংস্কৃতির প্রতি বৈরীভাবাপন্ন প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে, অগঠিতচরিত্র অধর্মাচারী যাঁদের বাক্যসকল বুদ্ধিপ্রসূত বটে কিন্তু বোধজাত নয় | চাই অখণ্ড চরিত্রসম্পন্ন ব্যক্তিত্বসকল যাঁরা সত্যকথনে অকপট ও ইতিহাস আলোচনায় ধূর্ত মিথ্যাচারী নন | তাঁরাই গড়বেন ভবিষ্যৎ সনাতন ভারত ঋষিপ্রদর্শিত পথে পূর্ণসত্যের আলোকে | ভাস্বর সেই ভারতবর্ষের আবাহনে সহস্র বলিপ্রদত্ত যুবাপুরুষ | 🕉
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment