Friday, 8 August 2025

তুলসী মহারাজ ... ২



তু
লসী মহারাজ ... ২

●●●●●●●●●●●●●●


স্বামী নির্মলানন্দ

-----------------


পূজনীয় তুলসী মহারাজ কাহার মন্ত্রশিষ্য ছিলেন এই বিষয় নিয়া কোনও বিতর্ক আগেকার দিনে ছিল না | আমরা সকলেই তাঁহাকে ঠাকুরের অন্যতম ত্যাগী সন্তান বলিয়া জানিতাম | বেলুড় মঠ হইতে 'শ্রীশ্রীরামকৃষ্ণ সঙ্ঘ' নাম দিয়া স্বীমীজীর মন্ত্রশিষ্য জ্ঞান মহারাজ ঠাকুরের সন্ন্যাসী সন্তানদের যে বড় গ্রুপ ছবি প্রকাশ করেন, তাহাতে স্বামী নির্মলানন্দজীর ছবিও ছিল |..........


স্বামী নির্মলানন্দ যে ঠাকুরের বিশেষ কৃপাভাজন ছিলেন তাহাতে সন্দেহের অবকাশ নাই | ঠাকুরের কাছে আসিয়া তাঁহার যে সব দর্শনাদি হইয়াছে তাহার মুদ্রিত বিবরণ হইতে ইহা স্পষ্ট প্রতিভাত হয় | দক্ষিণ ভারতে ঠাকুরের ভাবধারার প্রচারে তাঁহার স্থান অদ্বিতীয় |


একটি প্রমাণপত্রে দেখিলাম মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ নিজেকে 'Chela and disciple of Thakur Ramakrishna' বলিয়া পরিচিত করিতেছেন, এবং স্বামী নির্মলানন্দজীর প্রতিও ঐ একই বিশেষণ প্রয়োগ করিয়াছেন | ইহা দ্বারা স্বামী নির্মলানন্দ ঠাকুরের মন্ত্রশিষ্য ছিলেন বলিয়াই প্রতীতি জন্মে | ইহার চেয়ে বড় প্রমাণ আমার আর কিছু জানা নাই |


শ্রীসারদা মন্দির                          শ্রী অক্ষয় চৈতন্য

খড়দহ


●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●


ব্রহ্মচারী শ্রী অক্ষয়চৈতন্যের লেখা এই চিঠিটি মূল্যবান কারণ তিনি সুপণ্ডিত, ত্যাগী, শ্রীশ্রীমাতাঠাকুরাণীর (মা সারদার) মন্ত্রশিষ্য ও প্রথম পূর্ণাঙ্গ জীবনীকার | তাঁর জবানবন্দিকে তাই প্রামাণ্য ধরা যায় |

No comments:

Post a Comment