Saturday, 23 August 2025

দীক্ষা, গুরু, শিষ্যা ... ১


দীক্ষা, গুরু, শিষ্যা ... ১

●●●●●●●●●●●●●●●●


দীক্ষা হল শরীরমনের আধ্যাত্মিক সংস্কারসাধন | মন্ত্রারূঢ় গুরু শিষ্যার মস্তকে স্থিত হন, তৎপরে হৃদয়োস্থিত ইষ্টকে প্রাথমিক জাগ্রত করে পুনঃ সহস্রারপদ্মে অবস্থান করেন | তাই দীক্ষাগ্রহণের পর আর গুরু ব্যতীত কাউকে দণ্ডবৎ প্রণাম অথবা গড় হয়ে মাথা ঠেকিয়ে প্রণাম না করাই শ্রেয়ঃ | কোন কোন সমাধিবান গুরু মস্তক ও হৃদয়ে উভয়েই যুগ্মরূপে অবস্থান করেন | শিষ্যার কল্যাণকল্পে গুরু পূর্ণরূপ জাগ্রত হন ইষ্টরূপে | তাই গুরু আর ইষ্টে প্রভেদ করতে নেই | মন্ত্রদাতা গুরুই ইষ্ট | ইষ্টই গুরুরূপে অবতীর্ণ হন | গুরু-ইষ্ট অভেদ | শিষ্যার সাথে গুরুর জন্মজন্মান্তরের সম্পর্ক | শিষ্যার বিদেহমুক্তির পূর্বে গুরুর মুক্তি নেই | তিনি শিষ্যার সকল ভার গ্রহণ করেছেন, তার জন্মজন্মান্তরের পাপ, অর্থাৎ অশুভ কর্মফল, নিজকায়ায় গ্রহণ করে নীলকন্ঠ হয়েছেন | শিষ্যার সর্বোচ্চ আদর্শ তার গুরু, তার আদিমধ্যঅন্ত গুরু | এই বোধে উপনীত হলে পরম প্রাপ্তি, পরম শান্তি, ভূমানন্দ লাভ, ইষ্টদর্শনে, আত্মজ্ঞানে জীবন ধন্য | 🕉

No comments:

Post a Comment