আজব আধ্যাত্মিকতা
আজব আধ্যাত্মিকতা
●●●●●●●●●●●●●●●
আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলিও ধনতন্ত্রের সর্বগুণে ভূষিত | তা না হলে আর শিক্ষকের মাসিক মাইনে দুটি কেন্দ্রে এই বছর তিনেক আগে ২৫০০/৩০০০/৪০০০ টাকা হয় ? এটা শোষণ নয় যেখানে সহস্র কোটি টাকা অনুদানে আমদানি ? এর নাম বুঝি সেবা মানুষকে ভগবদ্জ্ঞানে ?
ঠাকুর কৃপণ পছন্দ করতেন না, শোষণ ত' কোনমতেই নয় | স্বামীজী ত' এ বিষয়ে আরও মুক্তকন্ঠ প্রতিবাদী, বিতরণে মুক্তহস্ত, কোনরূপ শোষণ সহ্য করতে পারতেন না | মা'ও সকলকে মুক্তহস্তে দিতেন সম্পূর্ণ লক্ষ্মীরূপে যদিও তাঁর ঐহিক সম্পদ প্রায় কিছুই ছিল না | কিন্তু, দাদা, আদর্শ আর কে মানে ? পুঁজিবাদে যা, আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলির বিষয়ব্যবহারেও ঠিক তাই | সেই শোষণ !
নেব বেশি, দেব কম---এই যুগমন্ত্র | ধন্য অধ্যাত্মবৃত্তি যা এই মন্ত্রে চলে !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment